২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘ধড়ক’। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক করেছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ও ইশান খাট্টার। এবার আসতে চলেছে সিনেমাটির সিকুয়েল। তবে নতুন কিস্তিতে থাকছেন না জাহ্নবী- ইশান জুটি। তবে কোন জুটিকে দেখা যাবে ‘ধড়ক ২’ সিনেমায়?
জানা গেছে, করণ জোহর প্রযোজিত ‘ধড়ক ২’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন ‘বান্টি অউর বাবলি টু’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী এবং ‘অ্যানিমেল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি।
নবাগত পরিচালক শাজিয়া ইকবাল পরিচালনা করতে যাচ্ছেন সিকুয়েলটি। একটি আকর্ষণীয় প্রেমের গল্প নিয়ে নির্মাণ করা হবে এটি। চলতি বছরের ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশাবাদী এর পরিচালক ও প্রযোজনা পর্ষদ।
২০২৩ সালে প্রথমবারের মত ‘ধড়ক’ ছবির সিকুয়েল তৈরির ইঙ্গিত দিয়েছিলেন করণ জোহর। বক্স অফিসে সিনেমাটির প্রথম কিস্তির জনপ্রিয়তাই মূলত সিকুয়েল নির্মাণে উৎসাহ দিয়েছে করণকে।
প্রসঙ্গত, গেলো বছর মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ সিনেমার মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তৃপ্তি দিমরি। এরপর থেকে তিনি একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন।