Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আসছে তিশা, প্রীতম ও মাহজাবীনের ‘ঘুমপরী’

আগামী ১৯ ফেব্রুয়ারি রাত ১২টায় তথা ২০ ফেব্রুয়ারির শুরুতে চরকিতে আসছে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’।  ভালোবাসায় মোড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। 

ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। অভিনয় করেছেন প্রীতম হাসান, তানজিন তিশা, পারশা মাহজাবীন। ফোরটেস্টে তাদের দেখে ধারণা করা যায়, চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

 ফাগুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চকিতে আসছে ‘ঘুমপরী’। তাই ধারণা করে বলাই যায়, ওয়েব ফিল্মটি দর্শকের হৃদয়কে ভালোবাসার গভীর অনুভূতির দিকে নিয়ে যাবে। অভিনয়শিল্পীরা সেই ইঙ্গিতটাই দিয়েছেন। তারা জানিয়েছেন, গল্পটি যে আসলেই গভীর ভালোবাসার তাতে কোনো সন্দেহ নেই।

ঘুমপরী’ ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কি না, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কি না, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসতে পারি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’

‘ঘুমপরী’র মাধ্যমে চরকির সঙ্গে প্রথমবার কাজ করলের তানজিন তিশা। এ নিয়ে তানজিন তিশা বলেন, ‘জাহিদ প্রীতম ভাই যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। “ঘুমপরী” তেমনই একটা গল্প। তা ছাড়া চরকির সঙ্গে এমন একটা কাজ দিয়ে আমার শুরু হতে পারে বলে মনে হয়েছে। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।’  

পারশা মাহজাবীন জানালেন, ‘ঘুমপরী’ তার পছন্দের জনরার গল্প। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়। তিনি বলেন, ‘ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে, কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’

১০ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের টিজার। গানটির ‘তুমি আমার হলে মন্দ হতো না’  লাইনটি  ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী নাট্য উৎসব

গত জানুয়ারী মাসে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পরিষদ’। ঢাকার থিয়েটার চর্চায় গতি আনতে, দর্শককে থিয়েটারমুখী…

‘আমি কখনও প্রেমে পড়িনি’

ব্যারিস্টার পিয়া জান্নাতুল যিনি একইসাথে মডেল ও অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিগত জীবনের নানা…
0
Share