এবার পর্দায় আসছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক। ২৯ নভেম্বর শুরু হয়েছে সিনেমার শুটিং। ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত অভিনেতা সেবাস্টিয়্যান স্ট্যানকে দেখা যাবে ডোনাল্ড হিসেবে।
ইরানি চলচ্চিত্র নির্মাতা আলী আব্বাসির পরিচালনায় ‘দ্য অ্যাপ্রেন্টিস’সিনেমায় দেখানো হবে ট্রাম্পের ক্ষমতা এবং খ্যাতির উত্থানের গল্প।
ছবিতে আইনজীবী কোহেনের চরিত্রে দেখা যাবে জেরেমি স্ট্রং ও ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার ভূমিকায় থাকবেন অস্কার মনোনীত মারিয়া বাকালভা।
এখন শুধু দেখার অপেক্ষা ‘দ্য অ্যাপ্রেন্টিস’ সিনেমাটিতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ব্যক্তিত্বকে কতটা ফুটিয়ে তুলতে পারবেন সেবাস্টিয়্যান স্ট্যান।