২০২৫-য়ের ক্রিসমাসে প্রেক্ষাগৃহে আসছে ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি। এরই মধ্যে শুরু হয়েছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ।
সম্প্রতি ‘অ্যাভাটার’ প্রযোজক জন ল্যান্ডাউ ছবির সিক্যুয়েল নিয়ে চমকে দেওয়ার মতো খবর দিয়েছেন। এম্পায়ার ম্যাগাজিন দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘অ্যাভাটার থ্রি’-এ নাভির এক নতুন জাতির আগমন ঘটবে, যারা আরও বেশি নৃশংস হবে। আর এই জাতির নেতার চরিত্রে অভিনয় করবেন চার্লি চ্যাপলিনের নাতনি উনা চ্যাপলিন।
অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তির পরেই পরিচালক জেমস ক্যামেরন দ্রুত শুরু করবেন চতুর্থ ও পঞ্চম পর্বের কাজ।
উল্লেখ্য, মার্কিন সংবাদমাধ্যমগুলো খবরে, ‘অ্যাভাটার’ সিরিজের পরের দুটি পর্ব যথাক্রমে ২০২৯ সাল ও ২০৩১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেতে পারে।