১৫ সেপ্টেম্বর আইসিসিবির ৪ নম্বর হলে ‘দ্য স্কুল অব রক কনসার্ট ভলিউম ১’ এ আশ্রয়হীন প্রাণীদের জন্য গান পরিবেশন করেন জেমস।
ইটিসি ইভেন্টস ও উইজার্ড শোবিজ দ্বারা আয়োজিত কনসার্টটি থেকে পাওয়া আয়ের একাংশ ঢাকা শহরের আশ্রয়হীন প্রাণীদের চিকিৎসা, খাবার ও ভ্যাকসিনের জন্য খরচ করা হবে বলে জানা গেছে।
প্রায় ৫০০০ দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া কনসার্টটিতে রাতের দিকে সবার শেষে গান পরিবেশন করেন নগর বাউল খ্যাত জেমস।
আয়োজকদের পক্ষ থেকে কনসার্টটিতে বিকেল সোয়া তিনটার দিকে ‘মাইস্ত্রো’ নামক একটি তরুণ ব্যান্ড সঙ্গীত পরিবেশন করার সুযোগ পায়।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া মূল কনসার্টটিতে মোট ৮ টি ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন। ধারাবাহিকভাবে কনসার্টটিতে নিজেদের পরিবেশনা নিয়ে হাজির হন সংগীতায়োজক এ কে রাহুল, প্লাসমিক নক, আফটারম্যাথ, কার্নিভাল, সোনার বাংলা সার্কাস, অ্যাভয়েড রাফা ও ওয়ারফেজ। সবশেষে কনসার্টটির মঞ্চে উঠেন নগর বাউলের জেমস।