বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শব্দ- ‘আয়নাঘর’। এই জায়গাটি সাক্ষী হয়েছে সদ্য বিদায়ী সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গু’ম-নির্যাতনের মত অপরাধের। এবার সেই জায়গার নিপীড়নের ঘটনা নিয়ে নির্মাণ করা হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
আয়নাঘর নিয়ে সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন ‘ইন্দুবালা’ খ্যাত নির্মাতা জয় সরকার। পরিচালক তার ছবিটির নামও রেখেছেন ‘আয়নাঘর’। ১১ আগস্ট প্রযোজক সমিতিতে ছবির নামটিও নিবন্ধন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন জয় নিজেই। তিনি বলেন, ‘আমার প্রথম ছবির নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এই ছবিটি করতে চাই। কেয়া ছাড়া আরও থাকবেন পরিচিত তারকারা। এখন গল্প লিখছি।’
নির্মাতা আরও বলেন, ‘ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে দেখা করে বাস্তবতা সম্পর্কে জেনে নেব। আমি চাই, সত্যটা উঠে আসুক। মানুষ জানুক কী কী হয়েছে গত ১৬ বছরে। শিগগিরই শিল্পী ও কলাকুশলী সবাইকে চূড়ান্ত করব।’
উল্লেখ্য যে, ‘আয়নাঘর’ প্রযোজনা করছে র্যাবিট এন্টারটেইনমেন্ট। ২০২৪ সালের অক্টোবর মাসে এই ছবির শুটিং শুরু করার কথা রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাস্তবের আয়নাঘর, তথা নির্মম বন্দিশালা থেকে মুক্তি পান অনেকেই। তারা বের হয়ে এসে একে একে জানান সেই জায়গার অমানবিক নির্যাতনের কথা। মূলত বিগত সরকারের আদেশে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার-টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত হয়ে আসছিল এ আয়নাঘর।