‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা, কলকাতার নির্মাতা সৌমিক সেন পরিচালিত ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে থাকছেন ঢালিউড অভিনেতা আরিফিন শুভ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, জুবিলির পর নতুন এই সিরিজেও নানা চমক রেখেছেন সৌমিক সেন। যেমন, শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার সৌরসেনীকে। এ ছাড়াও রয়েছেন টলিউড ও বলিউডের একাধিক অভিনেতা। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজটির শুটিং চলবে।
অসম্ভবকে সম্ভব করতে একুশ শতকে সত্তরের দশকের কলকাতাকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন নির্মাতা। সিরিজের গল্প প্রসঙ্গে সৌমিক সেন জানিয়েছেন, ‘সিরিজে মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকেই দেখানো হবে এ সময়ের দর্শকদের। কলকাতার বুকে সেই সময়ে রমরমা চলা এক জ্যাজ ক্লাবের চিত্র উঠে আসবে সিরিজে। সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিয়েছি আর কি।’
তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন কোন বিষয় রাখা হচ্ছে তার বিস্তারিত জানা যায়নি।
উল্লেখ্য, সবশেষ আরিফিন শুভকে দেখা গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি ‘মুজিব: একটি দেশের রূপকার’ সিনেমায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে অভিনেতার ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমা।