Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪
Your Image

আরশাদ আদনানের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস

প্রযোজক আরশাদ আদনান | ছবি: ফেসবুক

চলতি বছরের ঈদুল আযহায় খুব একটা আলোচনায় নেই প্রযোজক আরশাদ আদনান। তবে ৩০ জুন হঠাৎ এক ইঙ্গিত মূলক পোস্টে বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন এই প্রযোজক।

৩০ জুন, রবিবার রাতে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘রেকর্ড ভাঙা’ প্রসঙ্গে প্রযোজক আদনান লিখেছেন, ‘আহা ছোট ভাই, আহারে রেকর্ড! ছোটভাই মাদরাসায় পড়ে। প্রায়শই আমার বাসায় এসে খেলা দেখে, একের পর প্রশ্নে, টুকটাক কিছু কিছু জেনে নেয় আমার কাছে। একদিন আমি টিভিতে অলিম্পিক খেলা দেখছিলাম। সেখানে আমেরিকার একজন এথলেট লংজাম্পে রেকর্ড গড়েছে। সেই মুহূর্তে ছোটভাই এসে পাশে বসলো- জিজ্ঞেস করলো- ভাইয়া কি দেখছেন! আমি বললাম, রেকর্ড ভাঙা গড়া দেখছি! ছোটভাই না বোঝার মতো করে তাকিয়ে রইলো! আমি তার চোখ দেখে বুঝলাম- সে কিছুই বুঝেনি! আমি বললাম, লংজাম্পে এই এথলেট রেকর্ড ভেঙেছে! ছোটভাই, খুব সাধারণ ভাবে বললো- এই রেকর্ড তো আমিও ভাঙতে পারি! স্ট্যাটাসে তিনি আরও লিখেন, আমি আর তার কথার মানে না খুঁজেই চুপচাপ টিভিতে চোখ রাখলাম। পরদিন বাসা থেকে বের হতেই সেই ছোটভাইকে দেখি- দৌড়াচ্ছে আর লাফ দিয়ে কিছু ছুঁড়ে মারছে। জিনিসটি ভেঙে যাচ্ছে। সে খুব খুশি। আমি কৌতূহল নিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম- কী করছো! সে বললো লং জাম্প দিয়ে রেকর্ড ভাঙছি। পরক্ষণেই বুঝলাম, সে তার দাদার গ্রামোফোনের রেকর্ডগুলো নিয়ে ভাঙছে। আহা ছোট ভাই, আহারে রেকর্ড।’

প্রকাশ্যে কারো নাম না নিলেও নেটিজেনদের ধারণা নির্মাতা রায়হান রাফি ও ‘তুফান’ দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রির বিগত ২৫ বছরের সব রেকর্ড ভাঙাকেই ইঙ্গিত করে এমন পোস্ট দিয়েছেন প্রযোজক।

উল্লেখ্য, বাংলাদেশের ১২৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘তুফান’। সিনেমা মুক্তির প্রায় দুই সপ্তাহ পরেও আলোচনায় ‘তুফান’। এরই মধ্যে ২৮ জুন একযোগে ১৫টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রভাসের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন দিশা

২৭ জুন ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তির পর থেকে সিনেমার পাশাপাশি নেটপাড়ায় জোর গুঞ্জন চলছে প্রাক্তন প্রেমিক টাইগার…
0
Share