Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

আয়ে রেকর্ড গড়লো শাকিবের বরবাদ!

মেগাস্টার শাকিব খানের চেষ্টা সফলতার মুখ দেখছে। ব্যবসা সফল হচ্ছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বরবাদ’। এরই মধ্যে মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে সিনেমাটির। সাত দিনে সারাদেশে ছবিটির কত টাকার টিকেট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে তথ্য জানিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’-এর। এক ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেছে রিয়েল এনার্জি প্রডাকশন।  

মুক্তির নবম দিনে অর্থাৎ ৮ এপ্রিল রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, তারা ‘বরবাদ’র মাধ্যমে ২৭ কোটি টাকার বেশি টিকেট বিক্রি করেছে। রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, এ পর্যন্ত ২৭ কোটি ৪০ লাখ টাকার বেশি টিকেট বিক্রি হয়েছে। পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।’    

এর আগে ২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের প্রিয়তমা মুক্তি পেয়েছিলো। একমাসে সিনেমাটির ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশিত হয়েছিল। আর বরবাদ মাত্র সাতদিনেই সেই সাফল্যে অর্জন করল।

ঈদুল ফিতরে মুক্তির নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের। সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল। জানা যায়, বরবাদের দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে। সে হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে চলছে ‘বরবাদ’। হল মালিকরা বলছেন, ‘আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ।

‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। সিনেমাটির বিশেষ আকর্সন চাঁদ মামা নামের আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমায় শাকিব ঈধিকা ছাড়াও আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ।  

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাত্র ৮ ঘণ্টার জন্য ঢাকায় শাবনূর, কী হয়েছিল ?  

ঢালিউডের রুপালি পর্দার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। যার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। বর্তমানে…

কেন ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বরিয়ার প্রেম

২১ শতকের শুরুর দিকে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেম ছিল বলিউডের অন্যতম জনপ্রিয় আলোচনার বিষয়। বহুদূর…

১১ এপ্রিল মুক্তি পাচ্ছে পরমব্রত-কৌশানীর ‘কিলবিল সোসাইটি’

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায় মিলে ২০১২ সালে বানিয়েছিলেন দর্শকনন্দিত সিনেমা ‘হেমলক…
Exit mobile version