বাংলাদেশে প্রথমবারের মত উদযাপিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’। এই আয়োজনেই বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি।
২৬ জানুয়ারি রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ইয়ার অন টিকটক’। পরবর্তীতে ২৭ জানুয়ারি রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বিজয়ীদের পাশাপাশি আয়মান ও মুনজেরিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরিই মূল আকর্ষণ ছিল ‘ইয়ার অন টিকটক’ অনুষ্ঠানের। এই বিভাগে বিজয়ী হয়েছেন আয়মান সাদিক। অপরদিকে, মুনজেরিন #লার্ন অন টিকটক ক্রিয়েটর ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন। শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের মুহূর্তের খন্ডচিত্র থেকে শুরু করে আয়োজন হতে তোলা কয়েকটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আয়মানকে পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।
উল্লেখ্য যে, এই বছর ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ চলে। এখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে নেওয়া হয় ভোট। পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, তারা এতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছিলেন।