বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। নাটক থেকে এখন বড়পর্দারও নায়িকা তিনি। রায়হান রাফীর ঈদের ছবি ‘তাণ্ডব’-এ অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন বেশ। তবে ‘তাণ্ডব’ সাফল্যের কর্মব্যস্ত দিন পেরিয়ে সাবিলা নূর এখন আমেরিকায়। তাণ্ডব ও এরপর কি করতে চলেছেন এই অভিনেত্রী?
সাবিলার ঈদের পুরো সময় ও ঈদ পরবর্তী বেশ কিছুদিন কেটেছে টানা ব্যস্ততায়। ঈদের আগে আগে ‘তাণ্ডব’-এর শেষ মুহূর্তের শুটিং, প্রচারণা, সংবাদ সম্মেলন, মুক্তির পর ছবির টিমের সঙ্গে হল ভিজিট—বিবিধ কারণে দম ফেলারও সুযোগটা যেন পাচ্ছিলেন না।
তবে সেসময় অতিক্রম করে স্বামী নেহাল তাহেরকে নিয়ে সাবিলা অবসর কাটাচ্ছেন আমেরিকায়।
তান্ডবে ব্যবহৃত গান ‘লিচুর বাগানে’ এরই মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এক মাসের ব্যবধানে ইউটিউবে ভিউ পেয়েছে ৩৩.৮ মিলিয়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলস, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই গান ভাইরাল। এই গানের জন্য কি কি করতে হয়েছে সাবিলা জিজ্ঞেস করতে অভিনেত্রী বলেন, ‘এ গানের জন্য আমরা আলাদা প্রস্তুতি নিয়েছিলাম। নাচের মুদ্রার অনুশীলন করেছি বারবার। আমাদের এত পরিশ্রমের ফল পেয়েছি।‘
সামনে নাটকে বেশি দেখা যাবে নাকি সিনেমায় জানতে চাইলে সাবিলা বলেন, “দেখুন আমার আজকের যে পরিচিতি, সেটা নাটকে অভিনয়ের কারণে। ‘তাণ্ডব’-এ আমাকে নেওয়াও হয়েছে নাটকের অভিনয় দেখেই। তাই নাটক আমার কাছে সব সময় পছন্দের জায়গা। তবে লক্ষ করলে দেখবেন, দুই-তিন বছর ধরেই আমি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি। বিশেষ কিছু মনে হলে তবেই অভিনয় করেছি। আমার এখন বড় পর্দায় বিশাল পরিসরে অভিষেক ঘটেছে, তাই দর্শক চাইবে আমি সব সময় এমন বিশাল পরিসরেই কাজ করি। তাই আপাতত সিনেমা, ওটিটিতেই কাজ করতে চাই। তবে পছন্দমতো কোনো নাটকের অফার পেলে অবশ্যই করব।”
তাণ্ডবের পর কি সিনেমা আসতে যাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, “সিনেমা আর ওটিটি মিলিয়ে বেশ কিছু কথাবার্তা চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই নাম বলা যাচ্ছে না। ‘তাণ্ডব ২’র কথা শুনেছি, তবে এখনো এ বিষয়ে আলোচনা হয়নি আমার সঙ্গে’।