রিয়া চক্রবর্তীর পডকাস্ট শোতে উপস্থিত হন আমির খান। আর সেখানেই প্রকাশ করলেন নিজের মনের অনুতাপ।
আমির খান পারিবারিকভাবে সিনেমার সাথে জড়িত ছোট বেলা থেকে। শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন ‘ইয়াদো কি বারাত’ সিনেমা দিয়ে। এরপর ১৯৮৪ সাল থেকে পেশাগতভাবে কাজই করছেন। এই চারদশকের যাত্রাতে প্রাপ্তির মেষ নেই তার। তাহলে কিসের অনুতাপ?সেই উত্তরই দিলেন।
আমির খান জানান, কাজের চাপে পড়ে ও কাজের নেশায় তার জীবন থেকে ছেলে জুনায়েদ খান ও ইরা খানের শৈশব হারিয়ে গেছে। আমির বলেন, ‘ওরা যখন ছোট- আমি তখন এতোটাই ব্যস্ত যে ওরা কী চায়, কী পছন্দ করে- কিছুই জানতাম না আমি। বরং জানতাম আমার সহকর্মীরা কে কী পছন্দ করে। কারণ সেটাই আমার পরিবার হয়ে গিয়েছিল। এই মিস করে যাবার বিষয়টি আমাকে নিদারুণ কষ্ট দিচ্ছে এখন।’
চার দশকের যাত্রায় আমির মনে করেন অভিনয়ে তিনি সফল হলেও দর্শকের চোখে, সিজের বিবেচনায় বাবা হিসেবে পিছিয়ে আছেন। একারণে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছেন তিনি। উল্লেখ্য, বর্তমানে আমির খান তার আগামী ছবি সিতারে জমিন পর নিয়ে ব্যস্ত। সব ঠিক থাকলে ২০২৫ আসবে এই ছবি। অন্যদিকে চলতি বছর মুক্তি পাওয়া ‘লাপাতা লেডিজ’ ছবিটি ভারতের তরফে অস্কারের জন্য অফিসিয়াল এন্ট্রি পেয়েছে। এই ছবিটি আমির খানের প্রযোজনায় বানানো।