অবশেষে আইকনিক সিনেমা ‘সিতারে জামিন পার’-এর সিক্যুয়াল নিয়ে পর্দায় ফিরছেন আমির খান। দীর্ঘদিন ধরেই সিনেমাটি নিয়ে উন্মাদনা ছিলো দর্শকদের মাঝে। এবার সেই সিনেমার যাত্রা শুরু হল ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে।
মঙ্গলবার ১৩ মে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। ট্রেলার মুক্তি পেতেই দুর্দান্ত সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। ৩ মিনিটের ট্রেলারে দেখা যাচ্ছে যে, আমির একজন বিখ্যাত বাস্কেটবল কোচ।
কোন এক কারণে পুলিশের সাথে বিবাদে জড়িয়ে পড়িয়েছেন তিনি। পরে আদালত তাকে শাস্তিস্বরুপ জরিমানা করে যে তাকে মেন্টালি চ্যালেঞ্জ লোকেদের প্রশিক্ষণ দিতে হবে। জেনেলিয়া তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারটি পোস্ট করে আমির খানের প্রোডাকশন হাউজ লিখেছে, ‘১ টিংগু বাস্কেটবল কোচ, ১০ তুফানি সিতারে এবং ওদের জার্নি’।
‘সবকা আপনা আপনা নর্মাল (সবারই নিজস্ব স্বাভাবিকতা আছে)” স্লোগান নিয়ে এই চলচ্চিত্রটি অন্তর্ভুক্তিমূলক সমাজের পক্ষে কথা বলে এবং এমন একটি বার্তা তুলে ধরতে চায় যা দর্শকদের অন্তর ছুঁয়ে যাবে’।
এই সিনেমার মূল লক্ষ্যই হলো সকল ভিন্নতা ও বৈচিত্র্যকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার আহ্বান জানানো এবং প্রতিটি মানুষকে তার নিজস্ব স্বাভাবিকতাসহ গ্রহণ করা।
আর এস প্রসন্ন পরিচালিত সিতারে জমিন পার হল ২০০৭ সালের হিট সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল। আমির খান প্রোডাকশন প্রযোজিত সিনেমাটিতে ১০জন নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন, যারা হলেন আরুশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশিস পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর। আরো রয়েছেন জেনেলিয়া ডি সুজা। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। আগামী ২০ জুন মুক্তি পাবে সিনেমাটি।