Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৭, ২০২৫

‘আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে’  

বেশ দাপট নিয়ে হলগুলোতে চলছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দাগি’। উন্মুখ হয়ে সিনেমাটি দেখতে যাচ্ছে দর্শকরা। গল্প, অভিনয় এবং নির্মাণশৈলীর প্রশংসা পাচ্ছে পুরো টিম। তবে দর্শকদের কাছে আলাদা করে প্রশংসা পাচ্ছে ‘লিখন’ চরিত্রটি। চরিত্রটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

সুনেরাহ বিনতে কামাল বলেন, ‘এখানে আমার স্ক্রিনটাইম খুবই কম কিন্তু গল্পে চরিত্রটার ইমপেক্ট রয়েছে। শুরুর দিকে আমি কনফিউজড ছিলাম যে, চরিত্রটি করব কি না! তাছাড়া নিশো ভাইয়ের মতো সিনিয়র শিল্পী রয়েছেন, তার সঙ্গে পর্দায় আমাকে মানাবে কি না; এরকম কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম।

তিনি তো অনেক ভারী এক্টর, একজন নতুন হিসেবে আমি চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব কি না, এরকম অনেক বিষয় মনে কাজ করছিল। তখন তিনি সাপোর্ট দিয়েছেন। এরপর দর্শক হিসেবে যখন পর্দায় ছবিটি দেখলাম তখন সব শংকা কেটে গেছে, দেখলাম বেশ ভালো লেগেছে। দর্শকেরাও বেশ পছন্দ করেছেন।’

দর্শকের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দর্শক যখনই পর্দায় আমাকে দেখছে তখনই হাসছে, প্রতিক্রিয়া দিচ্ছে।

সুনেরাহ আরো বলেন, ‘সিনেমার গল্পটা এত ভালো ছিল এবং এখানে প্রত্যেকটা অভিনয়শিল্পী দারুণ অভিনয় করেছেন। গল্পটা শোনার পর আমি শুধু একজন শিল্পী হয়ে চরিত্রটা করতে চেয়েছি। এরকম একটা চরিত্র করার ইচ্ছে সবসময় ছিল। যার কারণে স্ক্রিনটাইম কম হলেও আমি সেটা করেছি। এটা না করতে পারলে হয়তো আফসোস থেকে যেত একটা সময়। একজন শিল্পী হিসেবে স্ক্রিনটাইমের চেয়ে চরিত্রটি গল্পে কিংবা দর্শক মনে কতটা প্রভাব ফেলল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা আমি লিখনের মাধ্যমে পেয়েছি।‘

 ‘দাগি’ সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। সিনেমায় আরো অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, শহিদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন সিনেমার শুটিং শেষের পথে মোশাররফ করিমের

এবারের ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমা। চক্করের পরে আবারো নতুন সিনেমার খবর নিয়ে এলেন…

পশ্চিমের যে সেলিব্রেটিরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন      

গত বছরের ৭ অক্টোবর, হামাসের হামলায় প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হয়। তারপর থেকে প্রতিশোধমূলকভাবে ফিলিস্তিনিদের…
Exit mobile version