ফেসবুক ব্যবহার না করলেও অভিনেত্রী বিপাশা হায়াতের নামে চলছে ফেসবুক পেজ। সম্প্রতি এমনই অভিযোগ করেছেন নব্বই দশকের দর্শকপ্রিয় এই নায়িকা।
১০ আগস্ট সকালে বিপাশার নামের একটি ফেসবুক পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেয়া হয়৷ বিষয়টি নিয়ে বিব্রত হয়ে অভিনেত্রী তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সেই পোস্টের স্ক্রিন শট শেয়ার করে লেখেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।’
জানা গেছে, বিপাশা বর্তমানে আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে এবং সমাজসেবামূলক একটি আয়োজনে অংশ নিতেই তার অস্ট্রেলিয়ায় যাওয়া। সেখান থেকেই তিনি জানান, ‘ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেওয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, সেটাও আমার বোধগম্য নয়।’
বিপাশা আরও বলেন, ‘আমার নামে অসত্য ফেসবুক কে ব্যবহার করছে, তা আমি জানি না। এটা কার রাজনৈতিক দর্শন, তা-ও আমার জানা নেই। সেটা ভালো কি খারাপ, তা-ও আমার জানার দরকার নেই। কিন্তু এটা বলতে পারি, এসব মোটেও আমার দর্শন না। এই রাজনৈতিক দর্শনও আমার না। আমার নামে কোনো ফেসবুক পেজ নেই। এসব নেতিবাচক প্রচারণার দায় আমার নয়।’
বর্তমানে অভিনয় নয়, লেখালেখি ও চিত্রকর্ম নিয়ে ব্যাস্ত সময় পার করেন বিপাশা। বরাবরের মত কেবলমাত্র কাজ নিয়েই তিনি ব্যস্ত থাকতে পছন্দ করেন বলে জানান অভিনেত্রী।