Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, আগস্ট ২৭, ২০২৫

আমাদের একজন ‘আহমেদ রুবেল’ ছিল

আহমেদ রুবেল | ছবি: সংগৃহীত

মৃত্যু অনিবার্য জেনেও মেনে নেওয়া কঠিন। সবার জন্যই প্রিয় মানুষগুলোর চলে যাওয়ার খবর বরাবরই অপ্রত্যাশিত। এইতো কিছুদিন আগেই তেমনই এই অপ্রত্যাশিত কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলো গোটা শোবিজ।

একটু পিছিয়ে যাই, ৭ ফেব্রুয়ারি বিকেলবেলা, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে দেশের বরেণ্য সব অভিনেতা, লেখক, পরিচালক ও সাংবাদিকদের উপস্থিতিতে তখন ছিল উৎসবঘন পরিবেশ। কারণ ৯ ফেব্রুয়ারি মুক্তির আশায় থাকা ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার শো-য়ের আয়োজন করা হয়েছিল সেখানে। কিন্তু হঠাৎ পরিচালক নূরুল আলম আতিক ফোনে নাসির উদ্দীন ইউসুফকে জানান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সবার প্রিয় আহমেদ রুবেল আর নেই।

প্রিমিয়ার শোয়ের আনন্দঘন মুহূর্তে এক নিমিষেই নেমে এলো শোকের ছায়া।

এমনকি ছবিটি সেদিন দেখানো হবে নাকি এই নিয়ে দেখা দিয়েছিল্ল কিছুটা দ্বিধা, তবে প্রয়াত আহমেদ রুবেল-কে শ্রদ্ধা নিবেদন করতে ‘পেয়ারার সুবাস’ প্রদর্শনের সিদ্ধান্ত নেন নির্মাতারা।

তার আত্মার শান্তি কামনা করে প্রদর্শনী শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে।

সহকর্মীর এমন হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না কেউই। চোখের জল ধরে রাখতেই পারেননি অভিনেত্রী জয়া আহসান। দুঃখভারাক্রান্ত কন্ঠে বিশেষ বার্তাও দেন অভিনেতা তারিক আনাম খান, রেদওয়ান রনিসহ উপস্থিত অনেকেই।

অভিনেতা আহমেদ রুবেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্লাজায় নেয়া হয় তার মরদেহ। ঢাকা থিয়েটারের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদনে হাজির হয়েছিলেন দেশের নাট্য ও সিনেমা অঙ্গনের অনেক শিল্পী ও তারকারা।

সেখান থেকে চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছিল গাজীপুরের উদ্দেশ্যে। যেখানে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জল নক্ষত্র আহমেদ রুবেলকে।

লেখা: নূফসাত নাদ্বরুন

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘কাঁঠাল’ জিতল সেরা হিন্দি ফিচার ফিল্মের পুরস্কার

সম্প্রতি ঘোষণা দেয়া হয়েছে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেখানে বাজিমাত করেছে সামাজিক ব্যঙ্গাত্মক…

বন্ধুত্ব নিয়ে ঢালিউডের ৮ জনপ্রিয় সিনেমা

প্রতি বছরের আগস্টের প্রথম রবিবার বিশ্বব্যাপী পালন করা হয় ‘বিশ্ব বন্ধু দিবস’। মানব জীবনের অন্যতম গুরুত্বপুর্ণ এই…

অভিনেত্রী সিমি গারেওয়াল; পতৌদির প্রেম আর রতন টাটার দুঃখ  

ভারতের ৭০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়াল। ১৯৪০ সালের ১৭ অক্টোবর ভারতের পাঞ্জাবের এক গারেওয়াল…
Exit mobile version