Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ২৮, ২০২৪
Your Image

“আমরা কানেক্টিভিটি ও হ্যাপিনেস শেয়ার করি”

অনন্যা রুমা

– তারকা কথনের ২০ বছরে চিত্রালীর মুখোমুখি অনন্যা রুমা

২১ মে ৮ হাজার ৫১৫ পর্ব প্রচারের মাধ্যমে ২০ বছরে পা দিল চ্যানেল আই থেকে প্রচারিত অনুষ্ঠান ‘তারকা কথন’।

তারকাদের নিয়ে সরাসরি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানটির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে চিত্রালীর মুখোমুখি হয়েছিলেন অনুষ্ঠানটির প্রযোজক ও চ্যানেল আই’য়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনন্যা রুমা।

চিত্রালী: ‘তারকা কথন‘ তো প্রায় সাড়ে ৮ হাজার পর্ব পার করে ফেলল, যদি আপনাকে বলতে বলি একটা স্মৃতির কথা যা ‘তারকা কথন‘ শব্দটা শুনলেই আপনার মাথায় চলে আসবে, তাহলে তা কি হবে?

অনন্যা রুমা: আসলে একটা স্মৃতি বলা তো কঠিন, ঐটা না বলে আমরা প্রোগ্রামের ডাইমেনশন নিয়ে বলি। যে আমলে বা সময়ে অনুষ্ঠানটা শুরু করি তখন হাতে গোনা খুব অল্প টেলিভিশন চ্যানেল ছিল। একটা অনুষ্ঠান শুরু করে এই পর্যন্ত আসাটা আসলে এক ধরনের চ্যালেঞ্জ ছিল। এত প্রতিকূলতার মধ্যেও আমরা দর্শকদের সাথে একজন তারকার সংযোগের জায়গাটা তৈরি করেছি।

চিত্রালী: যে তারকাদের নিয়ে এই আয়োজন সে তালিকায় কারা ছিলেন?

অনন্যা রুমা: তারকা বলতে যাদের সচরাচর পর্দায় দেখা যায় শুধু তারাই না। সমাজের নানা ধাপে – অধ্যায়ে যারা প্রশংসার দাবীদার তারাই আমাদের চোখে তারকা। তা হতে পারে যে কেউ!

চিত্রালী: যেমন?

অনন্যা রুমা: আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অথবা মুক্তিযোদ্ধাদেরকে সম্মনানা জানাই ঠিক তেমনি যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গুলো বাদ না পড়ে যায়, তার জন্য বিভিন্ন সময় আমরা প্রত্যন্ত গ্রামে গিয়েও লাইভ করি। এই আয়োজন শুধু আয়োজনের জন্য না- এ আমাদের দায়বদ্ধতাও।

চিত্রালী: বিশবছরে দর্শকের বদলে যাওয়া পছন্দ নিয়ে চাপ অনুভব করেন?

অনন্যা রুমা: আমাদের না সত্যি বলতে কোন চাপ অনুভব হয় না। আসলে দর্শক ও তো নতুন নতুন অনেক কিছু দেখতে চায়, আপনি যখন আপনার অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা নতুনত্ব দর্শককে দিবেন এবং তার চাওয়াটা আপনি পূরণ করতে পারবেন, তখন আপনাকে আসলে ঐ টিকে থাকার প্রতিযোগিতা আর করতে হবে না।

যখন আপনি দর্শকের মনের মতন কাজটা করতে পারবেন, তখন ঐ চ্যালেঞ্জ শব্দটা হয়ে যায় কানেক্টিভিটি আর শেয়ারিং হ্যাপিনেস। মাধ্যম যাই হোক আমরা কানেক্টিভিটি ও হ্যাপিনেস শেয়ার করি।

চিত্রালী: ক্যাবল চ্যানেল থেকে টিভি মিডিয়ার ডিজিটাল যাত্রার প্রতিযোগিতার জন্য কতটা প্রস্তুত আপনারা?

অনন্যা রুমা: আগে আমাদের টেকনিকাল সাপোর্টের জায়গাটা অনেক ছোট ছিল বলে আমরা অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়ে কাজগুলো করতাম, কিন্তু স্বপ্নটা বড় দেখতাম। এখন প্রযুক্তি আমাদের স্বপ্ন বাস্তবায়নের যাত্রাটাকে আরও সহজ করে দিয়েছে। আগে আমরা যখন ঢাকার বাইরে একটা লাইভের কথা ভাবতাম, তখন আমাদেরকে অনেক বড় সেটআপ নিয়ে যেতে হত। এখন আমরা ঢাকার বাইরে যেকোনো জায়গায় বসেই তা করতে পারি।

চিত্রালী: এই অনুষ্ঠানের সফলতার রহস্য কি?

অনন্যা রুমা: একটা বিষয়ে ধারাবাহিকতাটা রক্ষা করাটা জরুরি। যা আমরা পেরেছি। কোনও কিছু তৈরির পর তা ধরে রাখতে হয়!

👤 চিত্রালীর পক্ষ হতে অনন্যা রুমার সাথে কথা বলেছেন মো: অলিউর রহমান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বসু ডাকাত কিভাবে মুক্তিযোদ্ধা হয়ে গেল

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিকলীতে ভারতীয় ট্রেনিং এবং অস্ত্রশস্ত্র ছাড়া এক দুর্ধর্ষ মুক্তিবাহিনী গড়ে উঠেছিল। যার…

আমার তৈরি রাইটার্স প্যানেলে বেতন নিয়ে অন্তত ভাবতে হবে না-পুলক অনিল

লেখালেখি করেও যে ইনকাম করা যায় বিষয়টা প্রমাণ করার দারুন উদ্যোগ নিয়েছেন লেখক ও বিজ্ঞাপনকর্মী পুলক অনিল। কি সেই…

১৯৭১ মানেই যে শুধু যুদ্ধ, তা কিন্তু নয়: ইমতিয়াজ বর্ষণ

১৯৭১ মানেই যে শুধু যুদ্ধ, তা নয়। এখানে ফাঁকে ফাঁকে অনেক গল্প আছে যা বাংলাদেশ এখনো পুরো বিশ্বকে জানাতে সক্ষম…
0
Share