আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘদিন ধরেই ছেলেকে বিদেশে পড়ানোর পরিকল্পনা করে আসছিলেন। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিতে চলেছে। আব্রামকে সিঙ্গাপুরের স্কুলে ভর্তি করাবেন শাকিব-অপু । খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাতে যাচ্ছেন তিনি।
এর আগে ঢাকায় একই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছিল শাকিব খানের দুই ছেলে—জয় ও বীর। কিন্তু ব্যক্তিগত টানাপোড়েন ও নানা নেতিবাচক ঘটনার কারণে সেখান থেকে জয়কে সরিয়ে নেন অপু। এরপর থেকেই গুঞ্জন ছিল, সন্তানকে বিদেশে পড়ানোর প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত তিনি তার সন্তানের বাবা শাকিব খানের সঙ্গে আলোচনা করেই নিয়েছেন। প্রয়োজনে কিছুদিন সেখানেই অবস্থান করবেন তারা।
অপু বলেন, ‘জয় সিঙ্গাপুরে পড়বে। কিছুদিন আমরা সেখানেই থাকব। সিদ্ধান্তটা আমাদের দুজনের আলোচনার মাধ্যমেই হয়েছে।’
তবে সিঙ্গাপুরে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করবেন কি না—সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি অভিনেত্রী। বিষয়টিকে তিনি পুরোপুরি ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, গত এপ্রিলেই ছেলে জয়কে নিয়ে সিঙ্গাপুর সফর করেছিলেন অপু বিশ্বাস। তখন থেকেই ধারণা করা হচ্ছিল, সন্তানের পড়াশোনার জন্য দেশটিতেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
গত বছর এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা জানিয়েছিলেন যে, খুব শিগগিরই ছেলে আব্রাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশে পাঠাবেন তিনি।
এর কারণ হিসেবে পরোক্ষভাবে বুবলীর সঙ্গে তার কাদা ছোড়াছুড়ি, শাকিব খানের সাথে বিয়ে-বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেটিজেনদের নেতিবাচক খবরকেই ইঙ্গিত করেন অভিনেত্রী।
দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু হয় তার। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়। সিনেমা করতেই করতেই বিয়ে করেন দুজন এবং একটা সময়ে বিচ্ছেদও হয়ে যায় তাদের মধ্যে। সেই ঘরেরই সন্তানই আব্রাম খান জয়।