দেশব্যাপী চলছে ‘কমপ্লিট শাটডাউন’। তবে থেমে নেই সোশ্যাল মিডিয়া। গেল দুইদিন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটি ছবি, যেখানে দুই হাত মেলে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একজনকে। জানেন কি ভাইরাল এই ছবিটি কে এঁকেছেন?
গেল ১৬ জুলাই, মঙ্গলবার নিজেদের দাবী আদায়ে আ’ন্দো’ল’নরত শি’ক্ষা’র্থীদের একজন, পু’লি’শের গু’লিতে নি’হ’ত শি’ক্ষা’র্থী আবু সাঈদ। তার সাহসের সাথে বুক পেতে গু’লি খাওয়ার সেই মুহুর্তকে ছবিতে ফুটিয়ে তুলেছেন ভারতের একজন চিত্রকার। জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ সাঈদের সেই ছবিটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘বীর শহীদ আবু সাঈদের এই ছবিটি এঁকেছেন ভারতের অঙ্কন শিল্পী কৌশিক সরকার।’
নির্মাতা তার ফেসবুকে আর একটি পোস্ট করে লেখেন, ‘তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে। – হযরত আলী (রাঃ)’
প্রসঙ্গত, গেলো দুই সপ্তাহ ধরে চলছে সরকারি চাকরির ক্ষেত্রে কো’টাপ্রথা সংস্কারের দাবিতে আন্দোলন। যেখানে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শি’ক্ষা’র্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর অনাকাঙ্খিত হা’ম’লা চালানো হলে উত্তাপ ছড়িয়ে পড়ে সারাদেশে। হা’ম’লায় আহত হন কয়েক শতাধিক সাধারণ শিক্ষার্থী। এমনকি মৃ’ত্যুও হয়েছে কয়েকজনের।