হয়ে গেল চুক্তি সাক্ষর এশিয়াটিক ইএক্সপি ও এবি কিচেনের মাঝে।
এই চুক্তির মাধ্যমে এশিয়াটিক ইএক্সপি আইয়ুব বাচ্চুর গান নিয়ে নানা আয়োজন করতে পারবে বলে জানান প্রতিষ্ঠানটির অন্যতম কর্মকর্তা তানভীর খান।
তিনি আরও বলেন, বিগত পাঁচ বছরে আইয়ুব বাচ্চুকে নিয়ে বা তার স্মরণে তেমন কোনও কনসার্ট হয়নি। বা আইনি কারণে তার গান কেউ পরিবেশনও করতে পারেননি।
এই চুক্তির কারণে তার গানের রিক্রিয়েশনের অনুমতি যেমন পাওয়া গেল, তেমনি আইয়ুব বাচ্চুকে স্মরণ করে আয়োজনেও কোনও বাধা থাকলো না।
তানভীর খান আরও যোগ করেন, এর মাধ্যমে হয়তো ট্যালেন্ট হান্ট শো হতে পারে। যেমনটি এবি নিজে যুক্ত ছিলেন ডিরকস্টারসহ নানা ট্যালেন্ট হান্টের সাথে।
নতুন প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চুকে সুর দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা থেকেই এই পদক্ষেপ নেওয়া বলে জানান তিনি। এছাড়াও এবিরে গিটার, এবির ব্যবহৃত বিভিন্ন উপাদান নিয়ে হতে পারে কোনও মিউজিয়ামও।
চুক্তি সাক্ষরের সময় উপস্থিত ছিলেন এশিয়াটিকের পক্ষে সারা যাকের, ইরেশ যাকেরসহ অনেকেই। ফেরদৌস আক্তার চন্দনা এবি কিচেনের পক্ষে সাক্ষর করেন।
১৮ অক্টোবর বাংলাদেশের ব্যান্ড কিংবদন্তী আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালে তিনি ছেড়ে যান তার প্রিয় স্টেজ, দেশি- বিদেশী অসংখ্য ভক্ত আর অনুরাগীদের।
এই পাঁচ বছরে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে তেমন কোনও আয়োজন দেখা যায়নি। বা তার গান পরিবেশনের ক্ষেত্রেও বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঘটনার সুত্রপাত ঘটে। এই চুক্তির মাধ্যমে এবির সুরের আকাশের মেঘ অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন কর্তৃপক্ষ।