জনপ্রিয় নাট্য অভিনেতা আনিসুর রহমান মিলন আবার বিয়ে করেছেন। তার বর্তমান স্ত্রীর নাম তানিয়া শারমীন শিপা। তিনি একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের একটি হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে হয়।
আনিসুর রহমান মিলন জানিয়েছেন যে তার বিয়ের মূল কারণ তার ছেলে মিহরান। তিনি বলেন, “আমার পরিবার যেমন আমার সন্তানকে নিয়ে চিন্তা করে, তেমনি আমিও আমার সন্তান নিয়ে চিন্তা করি। আলহামদুলিল্লাহ, আমাদের সিদ্ধান্ত সঠিক জায়গায় পৌঁছেছে।”
তিনি আরো বলেন, “এখন আমার দুটি সন্তান আছে, আমার নিজস্ব সন্তান মিহরান এবং স্ত্রীর ছেলে রাইয়ান, দুজনকেই আমি ভালোবাসি।”
এর আগে তিনি পলি আহমেদকে বিয়ে করেন। তাদের চার বছরের সংসারের গুঞ্জন থাকলেও মিলন তা অস্বীকার করেছিলেন। পরে তিনি তা স্বীকার করেন। ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে পলি আহমেদ মারা যান।