Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

আবারো একসাথে আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন

আট বছর পর আবারো গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন। শেষবার শফিক তুহিনের কথা ও সুরে ‘দৃষ্টিহীন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন এই দুইজন। গানটি ‘অনেক দামে কেনা’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়। গত সোমবার বিকেলে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমীন নতুন গানে কণ্ঠ দিলেন। ইত্যাদি অনুষ্ঠানের জন্য তৈরি দেশাত্মবোধক গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান; সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন।   

দুজনের একসাথে গান গাওয়া বিষয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন , ‘হানিফ সংকেত তো নাছোড়বান্দা। সে যেটা চায়, করেই ছাড়ে। অনেক দিন নতুন গান গাওয়া হয় না, সেভাবে আগ্রহও পাই না। হানিফ এমনভাবে বলল, গানটাও ভালো লাগল, তাই গাইলাম। দেশের গান সাধারণত একটু ধীরগতির হয়। কিন্তু এই গানটা একটু দ্রুতগতির, জমজমাট গান যাকে বলে। যেহেতু হানিফের ঈদের অনুষ্ঠানে গানটি প্রচারিত হবে, তাই সুরে ও সংগীতে উৎসবের আবহটাও রাখার চেষ্টা করা হয়েছে। দেশাত্মবোধক গানের ব্যাপারটাই হচ্ছে কথাগুলো পরিচ্ছন্নভাবে বলা হয়, এখানেও সেটাই বজায় ছিল’। গানটিতে আরও নতুন প্রজন্মের আরো ১০ জন সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন।

এর আগে গত ৩১ জানুয়ারি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে ওঠেন সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা মঞ্চে গাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে বাসায় ফেরেন। কিছুটা সুস্থ হয়ে আবারো গানের অঙ্গনে ফিরেছেন এই কিংবদন্তী কণ্ঠশিল্পী।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘আমি কখনও প্রেমে পড়িনি’

ব্যারিস্টার পিয়া জান্নাতুল যিনি একইসাথে মডেল ও অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিগত জীবনের নানা…

আজ কিংবদন্তি হুমায়ুন ফরীদির মৃত্যুবার্ষিকী

তিন দশকের বেশি সময় ধরে মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে অভিনয় করে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি না…

জীবনকে নতুন করে দেখলেন সাদিয়া আয়মান  

সম্প্রতি নেদারল্যান্ডের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের প্রথম…
Exit mobile version