দেশীয় নাটকের বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একটা সময় ছিল যখন এই অভিনেত্রী ঈদ এলে ব্যস্ত সময় পার করতেন। তবে এখন হাতে গোনা কাজ করেন তিনি। কেবল মাত্র মনের মত স্ক্রিপ্ট পেলেই কাজ করতে সায় দেন তিনি। এবারের ঈদুল আজহায়ও ঘটেনি এর ব্যতিক্রম।
২০২৪ সালের পবিত্র ঈদুল আজহার জন্য একটি নাটকে কাজ করেছেন মেহজাবীন। নাটকের নাম- ‘তিথি ডোর’, যা পরিচালনা করেছেন ভিকি যাহেদ। আর নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা।
নাটকে মেহজাবীনের চরিত্রের নাম নিশাত। অভিনেত্রী জানান, ‘অনেক দিন ধরেই কাজটি নিয়ে প্রস্তুতি চলছিল। গত ঈদে করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এবার ঈদের জন্য জরুরি মনে করেছি। এটা নাটকের গল্পের কারণে। আমাদের চারপাশে অনেকেই নানা সমস্যায় ভুগছেন। তা থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন কেউ কেউ। রোগ হিসেবে এটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। এ ধরনের গল্প থেকে কেউ না কেউ কিছুটা হলেও জানতে পারবেন, শিখতে পারবেন। একটা সচেতনতাও তৈরি হতে পারে। বর্তমান সময়ের জন্য গল্পটি প্রাসঙ্গিক। এ কারণেই করা।’
মেহজাবীন যোগ করেন, ‘এ সমাজে নানা ধরনের সমস্যায় মানুষ চাপ নিতে পারে না। সেই হতাশা থেকে একপর্যায়ে কেউ কেউ আত্মহত্যার দিকে ধাবিত হন। ভাবেন আত্মহত্যাই একমাত্র সমাধান। এই রোগ পরিবার ও সমাজে প্রভাব ফেলছে। এ বিষয় নিয়েই নাটকটির গল্প।’
নাটকটির গুরুত্ব বোঝাতে অভিনেত্রী আরও বলেন, ‘নাটকটি এ সময়ের মেয়েদের জন্য বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তবে শুধু মেয়েরা বললে ঠিক হবে না, সব মানুষের জন্যই জরুরি। কারণ, প্রত্যেকের মধ্যেই হতাশা থেকে কোনও না কোনও সময় আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। এটিও কিন্তু একটি ব্যাপার।’
প্রসঙ্গত, ভিকি জাহেদের পরিচালনায় একাধিক নাটক এবং ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন মেহজাবীন। ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘আমি কী তুমি’ ইত্যাদি তাদের কাজগুলোর মধ্যে অন্যতম। দর্শকদের কাছেও এই কাজগুলো ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এবার ‘তিথি ডোর’ নাটক দিয়েও ভিন্ন কিছুই উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা।