বলিউডের কমেডি ঘরানার সিনেমা নির্মাণের জন্য বিশেষভাবে পরিচিত পরিচালক প্রিয়দর্শন। তার নিখুঁত নির্মাণ গুণেই তৈরি হয়েছে ‘হেরা ফেরি’, ‘গরম মাসালা’, ‘ভাগাম ভাগ’, ‘ভুলভুলাইয়া’, ‘দে দানা দান’-এর মত দারুণ সিনেমাগুলো। এসব সিনেমায় যেখানে পরিচালক প্রিয়দর্শন, অভিনেতা হিসেবে সবগুলোতেই যুক্ত ছিলেন অক্ষয় কুমার। নতুন খবর হলো- আরও একবার এই পরিচালক-অভিনেতা কাজ করতে যাচ্ছেন একসাথে।
বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, প্রিয়দর্শনের পরিচালনায় নতুন সিনেমায় কাজ করছেন অক্ষয়। আবারও একটি কমেডি-ফ্যান্টাসি ঘরানার গল্প নিয়ে মাঠে নামছেন তারা। নির্মাতার ভাষ্যমতে, এর আগেও একাধিক প্রজেক্টের বিষয়ে তিনি কথা বলেছেন অক্ষয়ের সাথে। কিন্তু কাজগুলো শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। তবে নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত।
সর্বশেষ প্রিয়দর্শনের পরিচালনায় অক্ষয়কে দেখা গিয়েছিল ‘খাট্টা মিঠা’ সিনেমায়। যা মুক্তি পেয়েছিল ২০১০ সালে।
প্রিয়দর্শন জানান, ‘অনেক দিন হয়ে গেছে অক্ষয় ও আমি একসঙ্গে কাজ করিনি। ২০১০ সালে সর্বশেষ খাট্টা মিঠা করেছিলাম। এবার আমরা একটা কমেডি-ফ্যান্টাসি জনরার গল্প বলবো। কেন যেন হিন্দি সিনেমার দর্শকেরা আমার সিরিয়াস কাজ খুব একটা পছন্দ করেন না। তাই কমেডিই করবো।’
উল্লেখ্য যে, এখনো নাম ঠিক করা হয়নি নতুন সিনেমাটির। তবে সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। নাম ঠিক করা হলে জানিয়ে দেওয়া হবে দর্শকদের।
সিনেমাটি নিয়ে আরও জানা গেছে, এটি প্রযোজনা করবেন একতা কাপুর। প্রিয়দর্শন আশা করছেন ‘হেরা ফেরি’ ও ‘ভুলভুলাইয়া’র মতো আরও একবার ম্যাজিক তৈরি হবে।