১৪ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসর বসতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ অনুষ্ঠানের। রাষ্ট্রীয়ভাবে এই আসরে ২৭টি ক্যাটাগরিতে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের পুরস্কার প্রদান করা হবে। এই আসরেই দুইটি গানে পারফর্ম করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান।
বরাবরের মতই জাতীয় সম্মাননা প্রদানের অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার প্রদানের পাশাপাশি সেখানে আয়োজিত চিত্রতারকাদের বিভিন্ন পরিবেশনাও বসে উপভোগ করবেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রীর সামনে জায়েদের মঞ্চে পারফর্ম করার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। জানা গেছে, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য এই আয়োজনে ‘ওরা ১১ জন’ খ্যাত অভিনেতা খসরু ও রোজিনাকে প্রদান করা হচ্ছে আজীবন সম্মাননা পুরস্কার। এই দুইজনের সম্মানার্থে খসরু অভিনীত সিনেমার গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনা অভিনীত ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান দুটি রাখা হয়েছে আয়োজনের পরিবেশনার তালিকায়। আর এই দুইটি গানের সাথেই নাচবেন জায়েদ খান।
আগের বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানেও পারফর্ম করেছিলেন এই চিত্রনায়ক। আবারও তার সুযোগ হলো প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করার। এই বিষয়ে জায়েদ জানান, “প্রধানমন্ত্রীর সামনে পারফর্ম করবো। আমার সঙ্গে থাকবে আঁচল। খসরু ভাই এবং রোজিনা আপা যেহেতু আজীবন সম্মাননা গ্রহণ করবেন এজন্য তাদের দুজনের দুটি ছবির গানে পারফর্ম করবো। আর আমি যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নাচব, এটাকে আমার জন্য পরম পাওয়া বলে মনে করছি। অনুষ্ঠানে নিজের সেরাটা দেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
নিজের সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টায় অভিনেতা নিয়মিত নাচের অনুশীলনও করছেন বলে জানান। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ অনুষ্ঠানে জায়েদের পরিবেশনার ভিডিও ক্লিপস যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, এবারও তাই জায়েদ প্রত্যাশা করছেন- তার নাচ দেখে আবারও মেতে উঠবেন সবাই।