ক্যানসার যুদ্ধে জয়ী হয়েও ১৭ বছর পর ফের ওরাল ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
কণ্ঠশিল্পীর অসুস্থতা নিয়ে তার পরিবার রয়েছেন নিরবে। তবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে আরেক সংগীতশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আমাদের গানের পাখি সাবিনা ইয়াসমিন আপা অসুস্থ হয়ে সিঙ্গাপুর আছেন চিকিৎসার জন্য। সারা পৃথিবীর সব মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই। দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন।’
ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গেছে, এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে কণ্ঠশিল্পী সাবিনার। খুব দ্রুত রেডিওথেরাপিও দেওয়া হবে তাকে।
উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই দেশের সংগীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সাবিনা ইয়াসমিন। উপমহাদেশের বিখ্যাত দুই কণ্ঠশিল্পী কিশোর কুমার ও মান্না দে’র সাথেও কণ্ঠ মিলিয়েছেন তিনি। পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে সম্মান। ২০০৭ সালে একবার ক্যানসার জয় করেছেন এই কিংবদন্তি শিল্পী।