বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার ‘আপরাইজিং’ সিনেমার।
পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র উৎসবগুলোর মাঝে অন্যতম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এশিয়া মহাদেশে এটিই সবচেয়ে বড় চলচ্চিত্রের আসর। এই আয়োজনের ২৯তম আসর শুরু হতে যাচ্ছে ২০২৪ সালের ২ অক্টোবর থেকে। আর এবারের আসরেরই পর্দা উঠবে ‘আপরাইজিং’ সিনেমা দিয়ে।
এমন চমকপ্রদ খবরের মাধ্যমেই দারুণ সুখবর এলো সিনেমাটির জন্য অপেক্ষায় থাকা দর্শকদের জন্য।
জানা গেছে, নেটফ্লিক্সের ‘আপরাইজিং’ সিনেমাটি নির্মিত হয়েছে জোসেন রাজবংশ নিয়ে। এই ছবির পরিচালক কিম সাং ম্যান। ছবির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পার্ক জিউন মিন ও গাং ডং উন।
প্রসঙ্গত, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলতে ১০ দিন ধরে। এবারের আসরে প্রদর্শিত হবে ৬৩টি দেশের মোট ২৭৯টি সিনেমা। ‘আপরাইজিং’ দিয়ে শুরু হয়ে ১১ অক্টোবর সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে সিঙ্গাপুরের নির্মাতা এরিক খোর সিনেমা ‘স্পিরিট ওয়ার্ল্ড’।