ছাত্র- জনতার আ’ন্দোলনে প্রায় একমাস উত্তাল ছিল বাংলাদেশ। বিভিন্ন শ্রেণি-পেশার অনেকের মতই সরকার পতনের জন্য রাজপথে নেমেছিলেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের দুই পুত্র শাদমান মনোয়ার অমি ও সামির মনোয়ার।
ছেলেদের আন্দোলনে অংশগ্রহণ প্রসঙ্গে সম্প্রতি কথা বলেছেন ডিপজল। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ১৭ আগস্ট একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি।
ভিডিওতে অভিনেতা বলেন, ‘যে যেখানে আছেন, খুব খারাপ দিন গেছে। বিগত কয়েকটা দিন অনেকটা খারাপ ছিল। এখন ইনশাআল্লাহ ভালো অবস্থায় আছে। ছাত্র-ছাত্রীরা যে যেখানে মারা গেছে, বিষয়টি অনেক বেদনার। আমার দুই ছেলেও আপনাদের পাশে ছিল। আমি বলেছি, তোমরা যাও, কোনো অসুবিধা নাই। যদি মরণ থাকে, থাকবে। হয়তো আপনারা চেনন না ওদের।’
এরপর ডিপজল বলেন, ‘আমি মাঝখানে অসুস্থ ছিলাম, চোখে সমস্যা ছিল। এখন ভালোর দিকে, আপনাদের দোয়ায়। আপনারা যে যেখানে থাকেন, ভালো থাকবেন। দেশের জন্য কাজ করেন, দেশকে অবশ্যই ভালোবাসবেন। আপানাদের পাশে আমি আছি, থাকবো।’
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ডিপজলের একটি ব্যানার নজরে এসেছিল অনেকের। যেখানে দেখা যায় কোনো একটি মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তায় এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ডিপজলের নতুন সিনেমা ‘অমানুষ হলো মানুষ। খবরটি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন অভিনেতা।