১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। ২০২৩ সালে দিবসটির প্রতিপাদ্য হলো “জাদুঘর, টেকসই ও সমৃদ্ধি”। ১৯৭৭ সালে সারা বিশ্বজুড়ে প্রথম এই দিবসটি পালিত হয়। তখন এর আহবায়ক ছিল ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস (আইসিওএম)। প্রতিষ্ঠানটির সূচনা হয় ১৯৪৬ সালে। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের মোট ১৮০টি দেশের ২৮ হাজার জাদুঘর এর সদস্য হিসেবে যুক্ত আছে।
এই গানটা আসলে নিজের ভাগ্য খুঁজে নিয়েছে: কনা
বছরের অন্যতম শ্রোতাপ্রিয় গান, দুষ্টু কোকিল নিয়ে যে গল্প শোনালেন গানটির গায়িকা, দিলশাদ নাহার কনা।