সাউথ আফ্রিকাতে সিরিজ খেলতে গেছেন বিরাট কোহলি। আর সে কারণেই নতুন বছরের সূচনা করতে সেখানে উড়ে গেলেন আনুশকা শর্মা।
ভারতের ‘পারফেক্ট কাপল’ বলে জনপ্রিয় আনুশকা শর্মা এবং ভিরাট কোহলি বরাবরই একান্তে সময় কাটাতে পছন্দ করেন। আর একই সাথে যেকোন স্পেশাল ডে উৎযাপন করতে পছন্দ করেন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।
আনুশকা শর্মা ঠিকই ২০২৪ সালের শুরুটা করতে উড়ে গেছেন সাউথ আফ্রিকা।
ইতিমধ্যে সেখানকার একটি কফিশপের ছবি হয়ে গেছে ভাইরালও।
নতুন বছরে বিরুশকাকে সকলেই জানাচ্ছে আগাম শুভেচ্ছা।