৭ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়ার জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’।
শুরু থেকেই সিনেমাটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও অবশেষে ভারতের সাথে একইদিনে মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’।
সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন গণমাধ্যমে জানান, ৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সেন্সর বোর্ডে সিনেমাটির প্রদর্শনীর কথা রয়েছে। সেন্সর বোর্ডে উতরে গেলেই বাংলাদেশে একই দিনে মুক্তি পাবে ছবিটি।
তবে সেন্সর বোর্ডে ছাড়পত্র পেয়ে একইদিনে ছবিটির মুক্তির সম্ভাব্যতা নাকচ করে দেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৭ সেপ্টেম্বর বাংলাদেশে ‘জাওয়ান’-এর মুক্তির কথা ঘোষণা দিলেন নির্মাতারা।
ভারতের সাথে একইদিনে মুক্তির খবরে বরাবরই উচ্ছ্বসিত হয়েছেন শাহরুখ ভক্তরা।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট দ্বারা প্রযোজিত সিনেমাটির একইসাথে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তির কথা রয়েছে ।
অ্যাটলী কুমার পরিচালিত সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের দেখতে পাবে দর্শক।