বলিউডের ‘বীরু’ ও ‘জাগ্গু দাদা’ নামে পরিচিত বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। বীরু নামেই বেশি পরিচিত তিনি। আর এবার এই নামের কারণেই আদালতের দ্বারস্থ হতে হলো অভিনেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, জ্যাকির ছবি ও কণ্ঠ ব্যবহার করে বানানো হচ্ছে আপত্তিকর ‘কনটেন্ট’। এমন অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই অভিনেতা। বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে মানহানির মামলা করেছেন তিনি।
অভিনেতার পক্ষে তার আইনজীবী জানান, জ্যাকির নাম ও কণ্ঠস্বর ব্যবহার করে একাধিক আপত্তিকর মিম ও বিকৃত ছবি ছড়িয়ে দেয়া হয়েছে বাজারে। অভিনেতার নামের অপব্যবহার করায়, দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন জ্যাকি।
উল্লেখ্য যে, এর আগে বলিউডের আরেক দরশকপ্রিয় অভিনেতা অনিল কাপুরকেও একই ধরনের পদক্ষেপ নিতে দেখা গিয়েছিল। ‘ঝাক্কাস’ শব্দের জন্য অনিল সুপরিচিত। আর এই ‘ঝাক্কাস’ শব্দেরই অপব্যবহার করছিল একটি মহল। এছাড়াও বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনও নিজের কণ্ঠস্বরের স্বত্বাধিকার রক্ষায় আইনি সাহায্য নিয়েছেন। নিজেদের জনপ্রিয় সংলাপ, কণ্ঠস্বর ও নামের স্বত্বাধিকার প্রয়োগের তালিকায় এবার যুক্ত হলেন জ্যাকিও।