Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

আজ শুধু নারীদের জন্য ‘নকশীকাঁথার জমিন’

‘নকশীকাঁথার জমিন’ সিনেমায় ফারিহা শামস সেঁওতি ও জয়া আহসান | ছবি: ফেসবুক Thumbnail image ‘নকশীকাঁথার জমিন’ সিনেমায় ফারিহা শামস সেঁওতি ও জয়া আহসান।

আজ ৬ জানুয়ারী বিকেল ৪টা ১৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে সব শ্রেণির নারীদের জন্য আয়োজন করা হয়েছে নকশীকাঁথার জমিন’ সিনেমার বিশেষ প্রদর্শনীর।

এই বিশেষ প্রদর্শনীর কথা জানিয়ে ফেসবুকে একটি গুগল ফরমের লিংক শেয়ার করেছেন নির্মাতা। যারা এই ফরম পূরণ করবেন, তারা ইদেখতে পারবেন প্রদর্শনীটি। এমনটাই জানা গেছে নির্মাতার ফেসবুক পোস্ট থেকে।

সিনেমার একটি দৃশ্যে ফারিহা শামস সেঁওতি ও জয়া আহসান | ছবি: ফেসবুক

প্রসঙ্গত, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি বানিয়েছেন পরিচালক আকরাম খান। সিনেমার ঘটনাক্রম একাত্তর সালের যেখানে প্রান্তিক দুই নারীর সংগ্রামের গল্প চলচ্চিত্রায়ন করা হয়েছে।

নির্মাতা আকরাম খান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে নারীর বঞ্চনা, ত্যাগ ও সংগ্রামের আখ্যান চলচ্চিত্রে খুব বেশি উঠে আসেনি। নকশীকাঁথার জমিন চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের ইতিহাসে উপেক্ষিত প্রান্তিক নারীদের বয়ান। বাংলাদেশের নারীদের, বিশেষ করে শ্রমজীবী নারীদের মুক্তির সংগ্রাম এখনো চলছে। নারীদের সংগ্রামকে সম্মান জানিয়ে ও তাদের অনুপ্রাণিত করতে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা।’

উল্লেখ্য, নকশীকাঁথার জমিন সিনেমার গল্পটিতে দুই বোন রাহেলা ও সালেহার বিয়ে হয় একটি পরিবারের দুই ভাই জবর ও সবরের সঙ্গে। মুক্তিযুদ্ধের সময় জবর যোগ দেয় রাজাকার বাহিনীতে, কিন্তু তার ছেলে সাহেবালী অংশ নেয় মুক্তিবাহিনীতে। অন্যদিকে, সবর যোগ দেয় মুক্তিবাহিনীতে, কিন্তু তার ছেলে রাহেলিল্লাহ নাম লেখায় রাজাকার বাহিনীতে। পরিবারের পুরুষদের এই মতবিরোধ আর দ্বন্দ্বের মাঝে দুই নারীর নির্বাক প্রতিবাদ আর সংগ্রামের আখ্যানই তুলে ধরা হয়েছে সিনেমায়।  

দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি, দুই ভাইয়ের চরিত্রে আছেন ইরেশ যাকের ও রওনক হাসান।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন যারা

আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ সিজন-২ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের নাম…

দ্বিতীয়বারের মত মা হয়েছেন সানা খান

৫ জানুয়ারি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান। পুত্র সন্তান জন্মের সুখবরটি ভক্তদের…
Exit mobile version