২৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘আজ রবিবার’খ্যাত নাট্য পরিচালক ও প্রযোজক মনির হোসেন জীবন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
গণমাধ্যমকে কামরুজ্জামান সাগর জানিয়েছেন, ’২৬ জুন সন্ধ্যার দিকে ব্রেইন স্ট্রোক করেছিলেন মনির হোসেন। পরে তাকে জরুরিভিত্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে চলে গেলেন তিনি।’
২৭ জুন, বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মাতা জীবনের ম’রদেহ রাখা হয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। পরে সেখানে তার প্রথম জানাজা শেষে নির্মাতার ম’র’দেহ, তার পিতৃনিবাস নরসিংদীর মনোহরদীতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে নির্মাতা জীবনকে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে বিটিভিতে প্রচারিত হয়েছিল ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’। আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা অভিনীত নাটকটি নব্বইয়ের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি ধারাবাহিক ছিল। ২০১৬ সালের অক্টোবরে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার প্লাসে হিন্দিতে এটি পুনরায় প্রচারিত হয়েছিল। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের সমর্থনে এই নাটক দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মনির হোসেন জীবন। এর পর তিনি উপহার দিয়েছেন ‘সাদা কাগজ’, ‘বন্যার চোখে জল’, ‘অপ্রত্যাশিত প্রত্যাশা’, ‘অতঃপর নিঃসঙ্গতা’, ‘একজন ময়না’, ‘গানম্যান’, ‘বিবাহ সংকট’, ‘কোরবান আলীর কোরবানি’-এর মত অসংখ্য একক নাটক।