আজ, ১৭ই মার্চ মুক্তি সন্ধ্যায় মুক্তি পাবে ‘জ্বীন-৩’ সিনেমার নতুন গান ‘কন্যা’। গানটি ইউটিউবে ‘জাজ মাল্টিমিডিয়া’ চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রকাশিত হবে বলে নির্মাতা জানিয়েছেন। গানটি সজল, ফারিয়া, ইমরান, কনা, জীবনসহ আরও অনেক তারকার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টিকটকেও পাওয়া যাবে।
নির্মাতার ফেসবুক পোস্টে বলা হয় ‘কন্যা’ এমন একটি গান, যা যেকোনো বাঙালি উৎসবে (যেমন- ঈদ, ফাল্গুন, বৈশাখ, গায়ে হলুদ, বিয়ে অথবা যেকোনো পারিবারিক বা পাবলিক অনুষ্ঠান) গাওয়া, নাচা, বাজানো যাবে। আমরা বিশ্বাস করি, ‘কন্যা’ গানের মালিক শুধুমাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠী নয়, বরং সারা বাংলা ভাষাভাষী জনগণ। এই গান আপনার, আমার, সবার।
গানটির মালিকানা স্বত্ব সবার জন্য উন্মুক্ত করে ফেসবুকে লিখা হয়, ‘’গানটির উপর কোন ‘বিধিনিষেধ’ নেই। যে কেউ যেকোনো প্ল্যাটফর্মে এটি আপলোড করতে পারবেন এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এটি সাধারণ দর্শক থেকে টিভি চ্যানেল এবং সমগ্র বিশ্বব্যাপী শেয়ার করা যাবে।‘’ শ্রোতাদের ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা ব্যবস্থাও করা হয় গানটি ব্যবহারের জন্য।
নির্মাতার ফেসবুক পোস্টের কমেন্টে একটি গুগল ড্রাইভ লিংকও সরবরাহ করা হবে যাতে ভালো কোয়ালিটি ভিডিও নিশ্চিত করা যায়।
নির্মাতা আরো লিখেন, ‘’কিছু কিছু গান হয়ে ওঠে জনগণের, এবং আমরা বিশ্বাস করি ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ও তেমন একটি গান হতে চলেছে’।