Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

আজ ভাস্কর নভেরাকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্রের প্রদর্শনী

ভাস্কর নভেরা আহমেদ যিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। তিনি বাংলাদেশের নারীদের অগ্রগতির এক সুনিপুণ উদাহরণ। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রণেতা হিসেবেও ইতিহাসে জড়িয়ে আছে তার নাম।  

ভাস্কর ও চিত্রশিল্পী এবং শহীদ মিনারের নকশাকার নভেরা আহমেদের ব্যক্তি জীবন ও তার শিল্পকর্মের অ আ ক খ স্বল্পদৈর্ঘ্য এই প্রামাণ্য চলচ্চিত্রে তুলে ধরেছেন নির্মাতা অনন্যা রুমা। নাম ‘নভেরা : স্মৃতির অভিযাত্রা’।  জানা গেছে ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৫টায়, ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তিনি জানান, গেল ডিসেম্বরে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন তিনি। ব্যক্তিগত কৌতূহলের বশেই গিয়েছিলেন নভেরার মিউজিয়াম দেখতে।

ভাস্কর নভেরা আহমেদের সমাধি | ছবি: ডিরেক্টরের সৌজন্যে

সেই সাথে কালজয়ী এই ভাস্করের উপরেও পূর্ণদৈর্ঘ্য ডকু ফিল্ম নির্মাণের পরিকল্পনা আছে, সে বিষয়ে রেকি করাও ছিল উদ্দেশ্য। কিন্তু তাৎক্ষণিকভাবে পরিকল্পনা করেন স্বল্পদৈর্ঘ্য ডকু ফিল্ম নির্মাণের।

নির্মাতা অনন্যা রুমা নভেরা আহমেদের সমাধি থেকে মিউজিয়াম, নিজের মতো ঘুরে দেখেছেন সব। এই কাজে তাকে সহায়তা করেছেন নভেরার স্বামী গ্রেগরি দ্য বুনস। তিনি এখনো আগলে রেখেছেন নভেরার স্মৃতিবিজড়িত মিউজিয়ামটি। তবে এই ডকু ফিল্মটির রসদ যুগাতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন ‘নভেরা বিভূঁইয়ে স্বভূমে’ বইয়ের লেখক আনা ইসলাম। তার কথাও এই ফিল্মে রয়েছে বলে জানান রুমা।

নভেরার দুর্লভ ভিডিও সাক্ষাৎকারও ফ্রান্সের নির্মাতা ভিভিয়েন ভাগ্-এর কাছ থেকে সংগ্রহ করেছেন রুমা। যেগুলো তিনি তার নির্মিত ২২ মিনিটের ‘নভেরা : স্মৃতির অভিযাত্রা’ ডকু ফিল্মে ঠাই দিয়েছেন। অনন্যা রুমা বলেন, ইউরোপ গিয়েছিলাম মূলত শিল্পী মনিরুল ইসলামের ওপর দুই পর্বের প্রামাণ্য চলচ্চিত্র ‘মনির : টেলস অব টু কান্ট্রিস’-এর শুট করতে। বাড়তি পাওনা হিসেবে নভেরার ওপর কাজটি করতে পেরে সত্যিই আমি ভীষণ উচ্ছ্বসিত। মজার ব্যাপার হচ্ছে, শিল্পী মনিরের প্রামাণ্য চলচ্চিত্রটির আগেই দর্শকের সামনে আসছে নভেরাকে নিয়ে নির্মিত ডকু ফিল্মটি।

নভেরা আহমেদের স্বামী গ্রেগরি দ্য বুনসের সাথে নির্মাতা অনন্যা রুমা | ছবি: নির্মাতার সৌজন্যে

নভেরার ওপর পূর্ণদৈর্ঘ্য ডকু নির্মাণের উদ্দেশ্যে আগামী জুলাইতে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা আছে বলেও জানান অনন্যা রুমা। এদিন একইসাথে প্রদর্শিত হবে ‘মনির : টেলস অব টু কান্ট্রিস’-এর তিন মিনিটের ট্রেলার! আয়োজনে উপস্থিত থাকবেন গুণী চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা।

পাঠশালার আয়োজনে নভেরাকে নিয়ে নির্মিত ডকু ফিল্মটির আরেকটি প্রদর্শনী আগামী ২৮ ফেব্রুয়ারি দৃক গ্যালারীর দৃক ভবনে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যৌনতা নিয়ে আলাপে অভিনেত্রী জিলিয়ান ও কারিনা কাপুর

সম্প্রতি ‘দ্য ডার্টি’ ম্যাগাজিনের মুখোমুখি হয়েছিলেন ‘সেক্স এডুকেশন’ অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসন ও বলিউড…

প্রাগে এশিয়ার একমাত্র প্রতিনিধি বাংলাদেশের ‘নট এ ফিকশন’

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কিনো পিলোটু থিয়েটারে ২০২৫ সালের ২৩ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাগ…

বলিউডে পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমিরের অভিষেক

তরুণ প্রজন্মের জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। নিজের অভিনয় দক্ষতা দিয়ে পাকিস্তান, ভারত এমনকি…
0
Share