Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

আজ বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মদিন

সুফি ও লোক ঘরানার জনপ্রিয় বাউল গান ও গণসংগীতের রচয়িতা প্রয়াত বাউল শাহ আব্দুল করিমের জন্মদিন আজ। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি অবিভক্ত সিলেট জেলার সুনামগঞ্জ মহুকুমার দিরাই উপজেলার ধল-আশ্রম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইব্রাহিম আলী ও মা নাইওরজান।

জন্মের পর দারিদ্র ও জীবন সংগ্রামের মাঝে বড় হন বাউল শাহ আবদুল করিম। তার সঙ্গীত সাধনার শুরু ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তার নিত্যসঙ্গী। জীবন কেটেছে সাদাসিধে ভাবে। করেছেন কৃষিকাজ। কিন্তু কোনো কিছু তাকে গান সৃষ্টি করা থেকে বিরত রাখতে পারেনি। অসংখ্য গণজাগরণের গানের রচয়িতা বাউল শাহ আব্দুল করিম অত্যন্ত সহজ-সরল জীবন যাপন করতেন।

বাউল সম্রাট শাহ আব্দুল করিম | ছবি: ফেসবুক

 তিনি বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। তার গানের অনুপ্রেরণা প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, পুঞ্জু শাহ এবং দুদ্দু শাহের দর্শন।

শাহ আবদুল করিম বাংলার লোকজ সংগীতের ধারাকে অশ্বস্ত করেছেন অনায়াসে। ভাটি অঞ্চলের সুখ-দুঃখ তুলে এনেছেন গানে। নারী-পুরুষের মনের কথা ছোট ছোট বাক্যে প্রকাশ করেছেন আকর্ষণীয় সুরে। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সব অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। গানে-গানে অর্ধ শতাব্দীরও বেশি সময় লড়াই করেছেন ধর্মান্ধদের বিরুদ্ধে। এ জন্য মৌলবাদীদের নানা লাঞ্ছনারও শিকার হয়েছিলেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলন, কাগমারী সম্মেলন, ভাষার আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে মানুষকে প্রেরণা জোগায় শাহ আবদুল করিমের গান।

শাহ আবদুল করিম লিখেছেন ও সুর দিয়েছেন এক হাজার ৬০০-র বেশি গানে। যেগুলো সাতটি বইয়ে গ্রন্থিত আছে। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়েছে।

কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। পেয়েছেন একুশে পদক।

কিংবদন্তিতুল্য এই বাউল স্বশরীরে আমাদের মাঝে না থাকলেও তার গান ও সুরধারা কোটি কোটি তরুণসহ সকল স্তরের মানুষের মন ছুঁয়ে যায়। তিনি ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মারা যান তিনি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেত্রী বিদ্যা বালানের পছন্দের সিনেমা-সিরিজ

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের অভিনয় দেখে মুগ্ধ হন না এমন দর্শক পাওয়া ভার। কিন্তু বিদ্যা বালানও কারো না কারো…

আমিরের বাড়িতে হঠাৎ শাহরুখ-সালমান, কেন?

বলিউডে তিন দশক ধরে তুমুল জনপ্রিয় শাহরুখ খান, সালমান খান ও আমির খান। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনা, ভালোবাসা…

মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ ঝাড়লেন সনু নিগম

সদ্যই অনুষ্ঠিত হয়ে গেল আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ২৫তম আসর। ভারতের ‘পিংক সিটি’ জয়পুরে আয়োজিত হয়েছিল আইফা।…
0
Share