আগামী ২৮ ডিসেম্বর বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন সিজেএফবি থেকে আজীবন সম্মাননা পেতে চলেছেন সাংবাদিক, উপস্থাপক শফিক রেহমান।
ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের ২৩তম আসরে শফিক রেহমানসহ আরও পুরস্কার পাবেন ২০২৩ সালের সেরা সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার ব্যক্তিত্বরা। শফিক রেহমানের আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ার খবরটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠনটির সহসভাপতি রাসেল আজাদ বিদ্যুত।
উল্লেখ্য, শফিক রেহমান সাংবাদিক, উপস্থাপক ছাড়াও একজন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক। এছাড়া সাপ্তাহিক যায়যায়দিন এবং পরে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। ‘মৌচাকে ঢিল’ নামে একটি পাক্ষিক পত্রিকা সম্পাদনা কাজেও জড়িত ছিলেন তিনি। প্রায় আট বছরের বিরতির পর ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয়েছে শফিক রেহমান সঞ্চালিত ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি।