ঈদুল আজহার আর বাকি দুই সপ্তাহ। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘তুফান’। এর মধ্যেই সুখবর দিলেন ছবিটির পরিচালক রায়হান রাফি।
আনকাট সেন্সর পেয়েছে ‘তুফান’। ৫ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড কর্তৃক অফিশিয়ালি সনদপত্রটি প্রদান করা হয়েছে। সনদপত্রের ছবি নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন রাফি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আনকাট সেন্সর তুফান। আগ্রিম টিকেট বুকিংএর জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান। সবশেষে আ’গুনের দুটি ইমোটিকন জুড়ে দিয়েছেন নির্মাতা।
এর আগে, ৪ জুন সিনেমাটিকে মৌখিকভাবে নো অবজেকশন জানানো হয়। সেন্সর বোর্ড সদস্য কাজী হায়াত জানান, তুফান সিনেমা সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে।’
উল্লেখ্য যে, ‘তুফান’ অ্যাকশন ধাঁচের সিনেমা। যেখানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এ ছবিতে আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তাছাড়া শাকিবের বিপরীতে যুক্ত হয়েছেন কলকাতার দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইতিমধ্যে শাকিব- মিমির ‘লাগে উরা ধুরা’ গানটি মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছে অন্তর্জালে।
এছাড়াও ছবিতে আরও চমক হিসেবে থাকছেন ‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।