১ মার্চ রাজধানীর আইসিসিবি এক্সপো জোনে আয়োজিত ‘স্পার্ক টোয়েন্টি মিউজিক ফেস্ট’ কনসার্টে মঞ্চে ওঠেন ভারতীয় র্যাপার বাদশা। তবে পারফরম্যান্স শুরুর আগে ২৯ ফেব্রুয়ারি বেইলি রোড ট্র্যাজেডিতে প্রাণ হারানোদের প্রতি শোক প্রকাশ করে ৩০ সেকেন্ড নীরবতা পালন করেন তিনি।
রাত সাড়ে ৮টার দিকে মঞ্চে ওঠেন র্যাপার বাদশাহ। স্পষ্ট বাংলার খুব একটা চর্চা করা না হলেও মন ভোলানো আধা ভাঙা বাংলাতেই বলেন, ‘আপনারা সবাই কেমন আছো? আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। ঢাকা, থ্যাংক ইউ সো মাচ।’
এরপর হিন্দিতে বললেন, ‘একটা বিষয় আপনাদের আজ জানাতে চাই। আমার কোনও গান রিলিজ হলে প্রথমে বাংলাদেশের কথা মনে হয়। কারণ, এখানে আমার অনেক শ্রোতা। আর আজ আমি এখানে পারফর্ম করতে আসিনি, এসেছি আপনাদের সঙ্গে পার্টি করতে।’
প্রথমবার ঢাকায় গাইলেন বাদশাহ। তবে তিনি মঞ্চে ওঠার আগেই শোকে কাতর দেশবাসী ও স্বজনহারাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘২৯ ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহারানো মানুষগুলো এভাবে চলে যাওয়া মেনে নেয়ার মত নয়।’
এরপর মাথানত করে নীরবতা পালন করেন তিনি। যদিও সেই নীরবতার ছাপ একটুও দেখা যায়নি দর্শক সারিতে।
প্রসঙ্গত, কনসার্টে বাদশাহ ছাড়াও ‘ওয়ার্মআপ’ শিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন প্রীতম হাসান, জেফার, ফুয়াদ এন্ড ফ্রেন্ডসদের। দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাও ছিল নজরকাড়া।