লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারিনায় বাংলাদেশ সময় আগামীকাল সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। পুরস্কারের প্রথম সারিতে আছেন বিয়ন্সে, টেলর সুইফট, চার্লি এক্সসিএক্সসহ অনেকই।
গ্র্যামি জয়ে রেকর্ড করেছেন বিয়ন্সে। সর্বোচ্চ ৩২বার জিতেছেন তিনি। ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে।
গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম ‘কাউবয় কার্টার’। এই অ্যালবামে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে কৈশোরে শোনা লোকসংগীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপ গানের মূল ভাব ছড়িয়ে এই অ্যালবামে।
এবার অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ারসহ গুরুত্বপূর্ণ বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে।
তবে পুরস্কারের দৌড়ে ভালোভাবেই আছেন টেলর সুইফট, চার্লি এক্সসিএক্স, সাবরিনা কার্পেন্টাররা। গত বছর রেকর্ড চতুর্থবারের মতো অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পান টেলর সুইফট। ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট’-এর জন্য এবারও পেয়েছেন মনোনয়ন।
আরও আছেন গত বছরের আলোচিত দুই তরুণ গায়িকা সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ানও। ‘শর্ট অ্যান্ড সুইট’ দিয়ে টপচার্ট আর স্পটিফাইতে ঝড় তুলেছিলেন সাবরিনা, মনে করা হচ্ছে গ্র্যামির আসরেও বেশ কয়েকটি পুরস্কার বাগিয়ে নেবে এই অ্যালবাম। এবারের গ্র্যামিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭টি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন।
এ ছাড়া ছয়টি করে পেয়েছেন চ্যাপেল রোন, সাবরিনা কার্পেন্টার ও টেলর সুইফট।
এবারের গ্র্যামি মনোনয়নের অন্যতম বড় চমক বিটলসের ফেরা! গত বছরই এআই প্রযুক্তির সাহায্যে মুক্তি পায় আলোচিত ব্রিটিশ ব্যান্ডটির নতুন গান ‘নাউ অ্যান্ড দেন’। রেকর্ড অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে এ গান। বিটলস শেষ পর্যন্ত পুরস্কার পায় কি না, সেটাই এখন দেখার।
চার্লি এক্সসিএক্স এবার মনোনয়ন পেয়েছেন ৭ বিভাগে। এছাড়া গ্র্যামিতে বাজিমাত করতে পারেন চার্লি। চলতি বছর ‘ব্র্যাট’ অ্যালবাম দিয়ে আলোচনায় এই ব্রিটিশ গায়িকা। গ্র্যামিতেও গাইবেন চার্লি।
এছাড়া গাইবে গায়িকা রে , ডোচি ও বিলি আইলিশ। থাকবে শাকিরা, টেডি সুইমসের গান। থাকবে লেডি গাগা ও ব্রুনো মার্সের বিশেষ পরিবেশনাও।