‘আওয়াজ উডা’ গান গেয়ে আলোচিত তরুণ র্যাপার হান্নান মুক্তি পেয়েছেন। ৭ আগস্ট মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে মুক্তি দিয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ প্রকাশের পর রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান নারায়ণগঞ্জের হান্নান। এরপর ২৫ জুলাই নারায়ণগঞ্জের ভূঁইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা থানা-পুলিশ। আদালতে তোলার পর তাকে দুই দিনের রিমান্ডেও নেওয়া হয়েছিল।শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর গতকাল সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটকসহ সব বন্দীকে মুক্তি দেওয়া হবে।’
রাষ্ট্রপতির ঘোষণার পরদিন হান্নানকে মুক্তি দেয় আদালত। এর আগে সঙ্গীতসহ নানা অঙ্গনের শিল্পীরা তার মুক্তির জন্য জোর আওয়াজ তোলেন। শনিবার, ৩ আগস্ট, রবীন্দ্র সরোবরে সঙ্গীত অঙ্গনের প্রতিবাদ সমাবেশে সকলেই হান্নানের মুক্তিসহ ছাত্রজনতাকে নিয়ে নিজ নিজ বক্তব্য পেশ করেন।
ব্যান্ড তারকা মাকসুদ বলেন, ‘প্রথমেই আমরা র্যাপার হান্নানের মুক্তি চাইছি, ছাত্রদের এত রক্ত ঝরছে তার বিচার আশা করছি।’
গীতিকার সুরকার প্রিন্স মাহমুদ বলেন, ‘আমরা র্যাপার হান্নানের মুক্তি চাই। যত জলদি সম্ভব তাকে মুক্তি দেওয়া হোক। অনেকেই বলছেন এত পরে আমরা কেন এখানে এসেছি। প্রথম থেকে ছাত্রদের দাবির প্রতি আমাদের সমর্থন ছিল। আমরা রাতে ঘুমাতে পারি না। এইসব হত্যাকাণ্ডের বিচার আমরা চাইছি।’
এছাড়াও তার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছিল নিউইয়র্কভিত্তিক সংগঠন আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি)।