Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১০, ২০২৫

আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে কারা জিতলেন

শনিবার ৮ মার্চ রাতে ভারতের জয়পুরে বসেছিল আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরষ্কার (আইফা) ডিজিটাল অ্যাওয়ার্ডসের আসর। এখানে স্ট্রিমিং হওয়া কনটেন্টগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ‘অমর সিং চামকিলা’ সিনেমাটি। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘অমর সিং চামকিলা’র পরিচালক ইমতিয়াজ আলী।

পুরস্কার হাতে ইমতিয়াজ আলী | আইফার ইনস্টাগ্রাম থেকে

অমর সিং চামকিলা ১৯৮০-এর দশকে পাঞ্জাবের সাধারণ জনতাকে মাতিয়ে রেখেছিলেন তার মুখে মুখে বলা কামনা, বাসনার কথা গানে গানে তুলে ধরার মধ্য দিয়ে। যে গান অশ্লীলতার দায়ে পরে দুষ্ট হয়েছিল।

পাঞ্জাবের লুধিয়ানার ডুগরি গ্রামে জন্ম নেওয়া অমর সিং ওরফে চামকিলার আসল নাম ধানি রাম। দলিত শিখ সম্প্রদায়ের চামকিলা বাজাতে পারতেন হারমোনিয়াম ও ঢোলক। টুম্বি নামের একধরনের বাদ্যযন্ত্র ছিল চামকিলার নিত্যসঙ্গী। ১৯৮৮ সালের ৮ মার্চ পাঞ্জাবের মেহসামপুরে একটি শো করতে গিয়ে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে শুরু হয় গুলিবর্ষণ।

পুরস্কার হাতে কৃতি শ্যানন | আইফার ইনস্টাগ্রাম থেকে

তবে এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল, তা এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। অমর সিং চামকিলাকে ‘পাঞ্জাবের এলভিস প্রিসলি’ বলা হতো। তাকে নিয়েই গত বছর নেটফ্লিক্সে মুক্তি পায় ইমতিয়াজ আলীর সিনেমা ‘চামকিলা’। ব্যাপক প্রশংসিত সিনেমাটি আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসে জিতেছে সেরা সিনেমার পুরস্কার, আইফা’র পরিচালক ইমতিয়াজ আলী হয়েছেন সেরা নির্মাতা।

‘সেক্টর ৩৬’–এর জন্য সেরা অভিনেতা হয়েছেন বিক্রান্ত ম্যাসি |আইফার ইনস্টাগ্রাম থেকে

এছাড়া প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন ‘সেক্টর ৩৬’ সিনেমার অভিনেতা বিক্রান্ত ম্যাসি। প্রধান চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী হয়েছেন ‘দো পাত্তি’তে অভিনয় করা বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।  সেরা মৌলিক গল্পের পুরস্কার জিতেছে ‘দো পাত্তি’র কনিকা ঢিলো।

জিতেন্দ্র কুমার | আইফার ইনস্টাগ্রাম থেকে

এছাড়াও সিরিজ বিভাগে সেরা সিরিজ পুরস্কার জিতেছে ‘পঞ্চায়েত ৩’। পঞ্চায়েত ৩’ একাই জিতে নিয়েছে সব। সিরিজ বিভাগের প্রধান চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন ‘পঞ্চায়েত ৩’ নাম ভুমিকার জিতেন্দ্র কুমার। প্রধান চরিত্রে সেরা নারী অভিনয়শিল্পী হয়েছেন ‘বন্দিশ বান্ডিটস’ এ অভিনয় করা শ্রেয়া চৌধুরী । আর সিরিজ বিভাগে সেরা পরিচালকের অ্যাওয়ার্ডস  জিতেছে পঞ্চায়েত ৩’ এর নির্মাতা দীপক কুমার মিশ্র।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে মেহজাবীনের ‘সাবা’

মেহজাবীন চৌধুরীর অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ থেকে আরেকটি সুখবর এসেছে। শনিবার, বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র…

অস্কারজয়ী বং জুন-হো’র সিনেমার খলনায়ক ডোনাল্ড ট্রাম্প!

অস্কারজয়ী নির্মাতা বং জুন-হো ছয় বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরলেন সিনেমা জগতে। নতুন সিনেমার নাম ‘মিকি ১৭’।…

রোজা রেখে ইফতার পার্টিতে দক্ষিণী অভিনেতা বিজয় থালাপতি

দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় থালাপতি সম্প্রতি অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন। রাজনীতির জন্য এখন তাকে…
0
Share