মেজর জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগ এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিরুদ্ধে। ছবিটির প্রদর্শনী বন্ধে পাঠানো হয়েছে আইনি নোটিশও!
১৯ অক্টোবর বিএন”পির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়। তথ্য সচিবসহ সংশ্লিষ্ট দশ জনের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে আগামী সাত দিনের মধ্যে চলচ্চিত্রটি থেকে জিয়াউর রহমান সম্পর্কিত বিষয়বস্তু অপসারণ করার অনুরোধ করা হয়েছে। আর এই সময়ের মধ্যে চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধেরও অনুরোধ জানোনো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশের সংশ্লিষ্ট সাতজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠানো হয়েছে। আর ভারতে চিঠি পাঠানো হয়েছে তিনজনের কাছে। স্বয়ং ব্যারিস্টার কায়সার কামাল তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ভারতের শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় জিয়াউর রহমান চরিত্রে অভিনয় করেছেন একে আজাদ সেতু। আর খালেদা জিয়া চরিত্রে দেখা গেছে এলিনা শাম্মীকে। এছাড়াও এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ অসংখ্য তারকা।
১৩ অক্টোবর বাংলাদেশের দেড়শরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির পর সপ্তাহ না পেরোতেই আইনি জটিলতায় পড়তে হলো সিনেমাটিকে।