দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারা সব সময় শিরোনামে আসেন তার কাজ ও অভিনয় গুণে। কিন্তু এবার তিনি ভিন্ন কারণে শিরোনামে জায়গা করলেন। আইনি জটিলতায় পড়তে হয়েছে দক্ষিণী লেডি সুপারস্টার খ্যাত নয়নতারাকে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা ও ‘লাভ জিহাদ’-এর মতো বিষয় প্রচার করার অভিযোগ তোলা হয়েছে ‘অন্নপূরণি’ সিনেমার বিরুদ্ধে। এই সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা ও জয়। যার ফলে বিপাকে নয়নতারাও।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, মুম্বাইয়ের এলটি মার্গ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ‘অন্নপূরণি’ সিনেমাটির বিরুদ্ধে। এতে অভিযুক্ত করা হয়েছে জয়, সত্যরাজ ও অভিনেত্রী নয়নতারাকে। অভিযোগে বলা হয়েছে, সিনেমার একটি দৃশ্যে জয় বলেছেন, রাম একজন মাংস ভক্ষক ছিলেন। এমন সংলাপ হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘অন্নপূরণি’। মুক্তির পর থেকে সিনেমাটি সাড়া ফেলছিল নীরবেই। বক্স অফিসেও আয় করেছে পাঁচ কোটি রুপি। বক্স অফিসের সফলতা নিয়ে আলোচনায় আসতে না আসতেই আইনি ঝামেলায় পড়তে হলো সিনেমার সাথে সংশ্লিষ্টদের।