ছোটবেলা থেকে চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তীর নাচের প্রতি ঝোঁক। তাই নাচের মাধ্যমেই বিনোদন জগতে আগমন। চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’ দিয়ে প্রথম ক্যামেরার সামনে আসেন মন্দিরা। এরপর যুক্ত হন অভিনয়ে। ইতোমধ্যে দুটি চলচ্চিত্রেও অভিনয় সম্পন্ন করেছেন তিনি। সর্বশেষ মুক্তি পেয়েছে আরেফিন শুভ্রর সাথে জুটি বেঁধে করা সিনেমা ‘নীলচক্র’। এই ছবির পর দর্শকদের আলোচনায় এই নায়িকা।
গুঞ্জন শোনা যাচ্ছে দুটি সিনেমার পরে নতুন করে আবারও শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন মন্দিরা। ঘটনার সত্যতা স্বীকার করে আরো চমকপ্রদ তথ্য গণমাধ্যমকে জানালেন তিনি। একটি দুটি নয়, মোট সাতটি ছবির প্রস্তাব পেয়েছেন মন্দিরা। তবে এখনো সিদ্ধান্ত নেননি, কোন গল্প দিয়ে নতুন ছবির শুটিং শুরু করবেন।
তবে কারা সেই পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সে সম্পর্কেও কিছু জানাননি এই অভিনেত্রী।
মন্দিরা চক্রবর্তীর প্রথম চলচ্চিত্র ‘কাজলরেখা’। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। এরপর করেন ‘নীলচক্র’ । গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিটি এখন দেশের বাইরেও প্রদর্শিত হচ্ছে।
বর্তমানে কোন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জানতে চাইলে মন্দিরা বলেন, ‘আমার কাছে সাতটি ছবির প্রস্তাব এসেছে। গল্প শুনেছি, শুনছি। এর মধ্যে চারটি ছবিতে শরীফুল রাজকে নায়ক হিসেবে ভেবেছেন পরিচালক। অন্য তিনটির মধ্যে প্রথম সারির দুজন নায়ক রয়েছেন। আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাইছি। চাই, যেটা করব, সেটা নিয়ে যেন আলোচনা হয়, সমাদৃত হয়।’
তবে এইসব সিনেমার প্রস্তাব পেলেও মন্দিরার নিজের পছন্দ আইটেম গান ও মাশালা টাইপের সিনেমায় অভিনয় করা। তিনি বলেন, ‘একদম মাশালা টাইপের সিনেমায় কাজ করতে চাই। আমি নাচের মেয়ে। এখন পর্যন্ত যেসব ছবিতে অভিনয় করেছি, তেমনভাবে নাচের মুনশিয়ানা দেখানোর সুযোগ পাইনি। আমি যেমন পিওর রোমান্টিক গানে পারফর্ম করতে চাই, তেমনি আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে চাই।’
অভিনেত্রী মন্দিরার রূপের প্রশংসা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দিগ্বিদিক। তাই আইটেম গান ও মাশালা টাইপের সিনেমায় বেশ হিট হবে বলেও সিনেমাসংশ্লিষ্টদের মত। অনেকেই তাকে মূলধারার বাণিজ্যিক সিনেমায় দেখতে আগ্রহী।