আকাশচুম্বী বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়ার কেবল মাত্র ২৭ নম্বর ফ্লোরে থাকার অনুমতি আছে আম্বানি পরিবারের সদস্যদের। কিন্তু কেন?
২০১৪ সালে বিশ্বের সবচেয়ে দামী ব্যক্তিগত বাসভবনের তকমা অ্যান্টিলিয়া ভবনটি ২৭তলা। এর উচ্চতা ৪ লাখ বর্গফুটের বাসভবনটির উচ্চতা ১৭৩ মিটার। কিন্তু এত বড় বাড়িতে শুধুমাত্র ২৭ তলাতেই থাকেন আম্বানিরা। বাড়ির আর কোনও তলায় থাকা বারণ পরিবারের সদস্যদের। কঠোর এই নির্দেশই দিয়েছেন নীতা আম্বানি। বরাবরই শাস্ত্র মেনে চলেন আম্বানি পত্নী নীতা। তবে বসবাসের ক্ষেত্রে প্রতিটি কক্ষে যেন পর্যাপ্ত আলো-বাতাস যেতে পারে যে জন্য ভবনের উপরের ফ্লোরে সকলের বেডরুম থেকে কমন রুমের ব্যবস্থা করা হয়েছে।
বিলাসবহুল অ্যান্টিলিয়ায় রয়েছে তিনটি হেলিপ্যাড, ১৬৮ টি গাড়ি রাখার জন্য সুবিশাল গ্যারেজ। ৯টি হাইস্পিড এলিভেটর, একটি ৫০ আসনের থিয়েটার, ছাদ-বাগান, স্যুইমিং পুল, স্পা, হেলথ সেন্টার, মন্দির। শুধু তাই নয়, ৮ ম্যাগ্নিচিউডের ভূমিকম্পও সামলে নিতে পারবে অ্যান্টিলিয়া। ৪৫৩২ বর্গমিটার এলাকার উপর অবস্থিত ভবনটিতে আম্বানি পরিবারের সদস্যসহ ৬০০ জন গৃহকর্মী থাকারও বন্দোবস্ত রয়েছে।