কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন টম ক্রুজ। কারণ অভিনেত্রী অ্যানা দে আরমাসের সঙ্গে তাকে বিভিন্ন সময়ে দেখা গেছে। কয়েক সপ্তাহ আগেই তারা গিয়েছিলেন সমুদ্রবিলাসে। মেনোর্কায় একটি বিলাসবহুল ইয়টে দুজনকে দেখা গেছে অবকাশযাপনে। নতুন কিছু ছবিতে দেখা যাচ্ছে যে তারা সিউতাদেল্লার কাছে সমুদ্রে সময় কাটাচ্ছেন।
যদিও প্রেমের বিষয়টি দুজনের কেউই স্বীকার করছেন না। তবে এবার গুঞ্জনটা আরো গাঢ় হলো। শুক্রবার ফের লন্ডনে একসঙ্গে ঘুরতে যান তারা। হেলিকপ্টার থেকে নামার সময় ধরা পড়েছেন ক্যামেরায়।
এ সময় টম ও অ্যানার সঙ্গে ছিল অভিনেত্রীর দুই পোষ্য এলভিস ও সাশা। এ বছরের ফেব্রুয়ারিতে লন্ডনেই শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। দুজনকে একসঙ্গে হাঁটতে দেখে রচিত হয় মুখরোচক গল্প।
যদিও সম্পর্ককে স্রেফ বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন তারা।
কিন্তু ক্রমেই তা ঘনিষ্ঠতার দিকেই ইঙ্গিত করছে। টম-অ্যানা দুজনেরই দাবি, কাজের সূত্রে তারা এক হয়েছেন। ডগ লিমানের সুপারন্যাচারাল ছবি ‘ডিপার’-এ অভিনয় করবেন তারা। সেই সূত্রেই বারবার দেখা হচ্ছে আর তা নিয়ে হচ্ছে হৈচৈ। জুনে অ্যানার ছবি ‘ব্যালেরিনা’র প্রশংসা করেছিলেন টম।
তখন অ্যানা বলেছিলেন, ‘তার মতো একজন মানুষ যখন আমার ছবিকে উৎসাহ দেয়, এটা ভীষণ আনন্দের এবং গর্বের।’
প্রসঙ্গত, অতীতে তিনবার ঘর বেঁধেছিলেন টম। অভিনেত্রী মিমি রজারস, নিকোল কিডম্যান ও কেটি হোমস, কারো সঙ্গেই দাম্পত্যটা স্থায়ী হয়নি।