Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০২৪

অ্যাডেলের কোরিয়ান ভক্তদের আক্ষেপ

অ্যাডেলে । ছবি: এন্টারটেইনমেন্ট উইকলি

শুরু হয়েছে ব্রিটিশ গায়িকা অ্যাডেলের সংগীত জীবনের সবচেয়ে বৃহৎ সংগীতের সফরের প্রথম কনসার্ট। এ কনসার্টে দলে দলে যোগ দেন গায়িকার ভক্ত ও অনুরাগীরা। কিন্তু সব ভালো হলেও খুশি নন তার কোরিয়ান ভক্তরা।

মূলত জার্মানির অন্যতম প্রধান শহর মিউনিখে ‘অ্যাডেলে ইন মিউনিখ’ নামের সংগীত সফরে ১০টি কনসার্টে গাইবেন অ্যাডেলে। যা শুরু হয়েছে ৩ আগস্ট। প্রথম কনসার্টেই দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়। এর মাঝে অ্যাডেলের কোরিয়ান ভক্তরা তার ব্যাপক সমালোচনা করছেন।

জানা গেছে, প্রথম কনসার্টটি অ্যাডেলে শুরু করেন ‘রিউমার হ্যাজ ইট’ গান দিয়ে। সেই গান গাওয়ার সময় ব্যাকড্রপে ভেসে উঠছিল বিভিন্ন অ্যানিমেটেড ছবি ও প্রতিকৃতি। এরই এক পর্যায়ে ভেসে আসে উদীয়মান সূর্যখচিত পতাকার ছবি। এটি নিয়েই আপত্তি প্রকাশ করেছেন গায়িকার কোরিয়ান ভক্তরা।

বিষয়টি নিয়ে আরও জানা গেছে, ইতিহাস ও রাজনৈতিক দিক বিবেচনা করলে কোরিয়ানদের জন্য অত্যন্ত আপত্তিকর এই পতাকা। অ্যাডেলের গানের ব্যাকগ্রাউন্ডে কেন পতাকাটি প্রদর্শিত হলো তা স্পষ্ট না হলেও এটি কোরিয়ান ভক্তদের অনুভূতিতে আঘাত হেনেছে।

এক্সে ইস্যুটি নিয়ে তুমুল সমালোচনা চলছে। একজন লিখেছেন, ‘বিশ্ব ইতিহাস সম্পর্কে এতটা অসচেতন কীভাবে হতে পারেন তিনি!’ আরেকজন লিখেছেন, ‘জাপানের উদীয়মান সূর্যের প্রতীক সংবলিত এ পতাকা অনেক এশিয়ানদের কাছে ঘৃণিত, যেমন পশ্চিমাদের কাছে ঘৃণিত নাৎসি পতাকা। আশা করি, বিষয়টি পশ্চিমারা গুরুত্বসহকারে দেখবে।’

অনেক সমালোচনা হলেও অ্যাডেলে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একযুগ পর পর্দায় জুটি বাঁধছেন সাইফ-কারিনা

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান দীর্ঘ ১২ বছর পর ফের একবার একসাথে জুটি বেঁধে আসছেন…

হঠাৎ বিদ্যা বালানের কণ্ঠে বাংলায় গালি!

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভুলভুলাইয়ার তৃতীয় কিস্তির টিজার। সেখানে এক ঝলকেই…
Exit mobile version