অস্ট্রেলিয়ার সফর শেষে কয়েকদিন আগে বাংলাদেশে ফেরত এসেছেন অভিনেতা জায়েদ খান। এ সফরের রেশ কাটতে না কাটতেই এবার লন্ডন যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।
জানা গেছে, ২৬-২৭ মে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’। এই আয়োজনেই পারফর্ম করার কথা রয়েছে জায়েদের। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। লন্ডনের অনুষ্ঠানে অংশ নিতে ২২ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ শীর্ষক অনুষ্ঠানটি দুই দিনব্যাপী উপস্থাপনা করবেন জায়েদ খান। অভিনেতার উপস্থাপনায় মঞ্চ মাতাবেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। ফলে এক মঞ্চে এই দুই তারকাকে দেখতে পাবেন প্রবাসী বাংলাদেশিরা।
জায়েদ খান ও জেমস ছাড়াও একই অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন সংগীতশিল্পী প্রীতম হাসান।
এদিকে লন্ডনের অনুষ্ঠানটি নিয়ে জায়েদ জানান, ‘জায়েদ খান শুধু দেশের দর্শকদের জন্য নয়। এখন বিদেশেও অনেক ভক্ত হচ্ছে আমার। তাদের ভালোবাসা নেয়ার জন্য ও দেয়ার জন্য নিয়মিত দেশের বাইরে যেতে হচ্ছে আমাকে। দেশের বাইরে যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি, তা সতিই অতুলনীয়। প্রবাসী বাংলাদেশি দর্শকের ভালোবাসা দেখে মনে হচ্ছে এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি আমি।’
প্রসঙ্গত, কিছুদিন আগে দুই সপ্তাহেরও বেশি সময় অস্ট্রেলিয়ায় কাটিয়ে এসেছেন জায়েদ। সেখানে তার অংশ নেয়া সবগুলো অনুষ্ঠানই উপভোগ করেছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা। দুইটি অনুষ্ঠানে অভিনেতার সিগনেচার মুভ ‘ডিগবাজি’ দিয়েও দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি।